৫ আগস্ট যাত্রাবাড়ি থানায় হামলায় নিহত কনেস্টবল আব্দুল গফুরের স্ত্রী শাহজাদী বেগম বলেন, ‘‘সরকারের কাজে ব্যবহার করে আর কোনো পুলিশের যেন প্রাণ না যায়৷ যখন যে সরকার আসে তাদের কথা মতো পুলিশ কাজ করতে বাধ্য৷ আর আমার স্বামী ছিলেন থানায়৷ তিনি বাইরেও ছিলেন না৷ তারপরও তাকে প্রাণ দিতে হয়েছে৷’’