আবাহনীকে হারিয়ে এএফসির মূলপর্বে মোহনবাগান
মঙ্গলবার রাতে আবাহনীকে ৩-১ গোলে হারালো মোহনবাগান। তারা পৌঁছে গেল এএফসি কাপের মূলপর্বে।
কথা রাখলেন কোচ ফেরান্দো
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের কাছে হারের পর ফেরান্দো বলেছিলেন, এএফসি কাপে তার দল ভালো খেলবে। তাই হয়েছে। প্রথমে নেপালের মাচিন্দ্রাকে হারাবার পর এবার বাংলাদেশের আবাহনীকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মোহনবাগান।
অন্য দলের প্লেয়ার
আবাহনীর কোচ মারিও লেমোস কলকাতায় আসার আগে বাংলাদেশের অন্য ক্লাব থেকে একাধিক প্লেয়ারকে সংক্ষিপ্ত সময়ের জন্য দলে নেন। এর মধ্যে তিনজন প্লেয়ারকে নিয়ে মোহনবাগান এএফসির কাছে নালিশ করেছে। তাদের দাবি, নিয়ম হলো, অন্তত ৪৮ দিনের চুক্তিতে প্লেয়ার নিতে হবে। কিন্তু আবাহনী এক মাসের চুক্তিতে প্লেয়ার নিয়েছে। তারপরেও অবশ্য তারা জিততে পারলো না।
শক্তিশালী দল
এবারে মোহনবাগান দল গতবারের তুলনায় আরো শক্তিশালী। দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার কামিংস। আছেন সাদিকু। ভারতীয় দলে খেলা সেরা প্লেয়াররাও আছেন।
প্রথমে এগিয়ে যায় আবাহনী
প্রথমে গোল করে আবাহনী। খেলার গতির বিপরীতে মোহনবাগান গোলকিপার বিশাল কায়েথের ভুলে বল পেয়ে যান কর্নেলিয়াস। তিনি সহজেই গোল করেন।
কামিংস গোল করলেন
মোহনবাগানের এবার অন্যতম ভরসা অস্ট্রেলিয়ার বিশ্বকাপার কামিংস। তিনি পেনাল্টিতে গোল করলেন। খেলার ৩৫ মিনিটে লিস্টন কোলাসোকে বক্সের ভিতরে ফাউল করা হয়। কামিংস গোল দিতে ভুল করেননি।
গোলের পর সাদিকু
মোহনবাগানের হয়ে তৃতীয় গোল করেন সাদিকু। এই গোলের পরই প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। দল এগিয়ে যাওয়ায় মোহনবাগান সমর্থকরাও আশ্বস্ত হন।