আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প
১৭ এপ্রিল ২০০৯জালালাবাদ শহরের ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মীর গাড়খেল নামের ঐ গ্রামটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ শুক্রবার ভোরে নানগারহার প্রদেশের খোগয়ানি জেলায় দু ঘন্টার ব্যাবধানে দু-দুটি ভূকম্পন অনুভূত হয়৷ পাকিস্তানের সীমানাবর্তী ঐ ভূমিকম্পে মীর গাড়খেল ছাড়াও আরো তিনটি গ্রাম সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয়েছে৷
স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, ভূমিকম্পে নিহতের সংখ্যা কমপক্ষে ৪০, আহত ৩০৷ এছাড়াও, অঞ্চলটির প্রায় ২০০ ঘরবাড়ি বিধ্বস্ত এবং বহু গবাদি পশু মারা গেছে বলে জানিয়েছেন খোগয়ানি জেলার প্রধান হাজি সৈয়দ রহমান৷
এদিকে, পুলিশের সঙ্গে একযোগে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ধ্বংসাবশেষ থেকে প্রায় ১৯-টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে আফগান পুলিশ৷ তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি৷
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা 'ইউএসজিএস' জানিয়েছে, শুক্রবার ভোর রাতের দিকে ৫ দশমিক ৫ মাত্রার প্রথম ভূমিকম্পটি হয়৷ তার মাত্র দুই ঘণ্টা পর আরেকটি ৫ দশমিক ১ মাত্রার কম্পন অনুভূত হয় অঞ্চলটিতে৷ সে সময় এলাকার বেশির ভাগ মানুষই ঘুমের মধ্যে ছিল বলে জানিয়েছেন মীর গাড়খেলের বাসিন্দা গুল মোহাম্মদ৷
আফগানিস্তানের উত্তরাঞ্চলে এবং পাকিস্তানে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতের চারপাশের এলাকায় প্রায়ই ভূমিকম্প হানা দিয়ে থাকে৷ ২০০৫-এর অক্টোবর মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চল এবং কাশ্মীরে ৭ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ৭৪ হাজার মানুষ প্রাণ হারায়, উদ্বাস্তু হয় প্রায় ৩৫ লক্ষ মানুষ৷
প্রতিবেদক: দেবারতি গুহ, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক