আফগানদের যে কারণে দেশে ফেরাতে মরিয়া পাকিস্তান
পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের অনেকেই একসময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন৷ এ কারণে তালেবান শাসনামলে স্বদেশে ফেরা ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা৷ তবুও কেন তাদেরকে দেশে পাঠাতে মরিয়া পাকিস্তান?
পাকিস্তানে এক আফগান নারীর জীবন
তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছাড়েন ফাতিমা (ছদ্মনাম)৷ আফগানিস্তানে তিনি একটি মার্কিন বেসরকারি সংস্থায় কাজ করতেন৷ পাকিস্তানে ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন৷ এরইমাঝে ইসলামাবাদের যেই ভবনে থাকেন, সেখানে তল্লাশি চালিয়েছে পুলিশ৷ ফাতিমা বাসায় না থাকায় পুলিশ তাকে পায়নি, তবে তার ভাইকে ধরে নিয়ে গেছে৷ ভিসার মেয়াদ না পারলে ফিরে যেতে হবে দেশে৷ গেলে কী হবে ফাতিমা তা জানেন না৷
শরণার্থীদের বিষয়ে আবারো কঠোর পাকিস্তান
২০২৩ সালে আফগানিস্তানের শরণার্থীদের বিষয়ে কঠোর হয়ে উঠেছিল পাকিস্তান সরকার৷ সেই সময় হাজার হাজার আফগানকে দেশে ফেরত পাঠানো হয়৷ চলতি বছরের শুরু থেকে আফগান শরণার্থীদের বিষয়ে আবার কঠোর হয়ে ওঠে পাকিস্তান সরকার৷
৩১ মার্চ ডেডলাইন
অবৈধভাবে থাকা বিদেশিদের ৩১ মার্চের মধ্যে দেশ ত্যাগের নির্দেশনা দিয়েছে পাকিস্তান সরকার৷ এদিকে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ৷ ইসলামাবাদ এবং রাওয়ালপিণ্ডিতে বসবাসরত আফগান শরণার্থীদেরকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেশ ত্যাগের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন আইনজীবী ও মানবাধিকারকর্মী ওমর গিলানি৷
ইসলামাবাদে ১ হাজার আটক
ওমর গিলানি জানান, ইসলামাবাদে চলতি বছর এখন পর্যন্ত এক হাজার আফগানক শরণার্থীকে আটক করা হয়েছে৷ এদিকে ইসলামাবাদ এবং রাওয়ালপিণ্ডি থেকে ১৮ হাজার আফগানকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে৷
শঙ্কায় যুক্তরাষ্ট্র যাওয়ার প্রত্যাশায় থাকা আফগানরা
আফগান শরণার্থী আমিন শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য পাকিস্তান অপেক্ষারত৷ কয়েকদিনের মধ্যেই তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল৷ কিন্তু ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে মার্কিন সরকারের রিফিউজি সেটেলমেন্ট প্রোগ্রাম বাতিল করে দেয়৷ প্রায় ২০ হাজার আফগান শরণার্থী যুক্তরাষ্ট্রের এই কর্মসূচির আওতায় দেশটিতে পাড়ি জমানোর লক্ষ্যে পাকিস্তানে অপেক্ষমান৷ তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়৷
কেন কঠোর হচ্ছে পাকিস্তান?
পাকিস্তানে বছরের পর বছর ধরে অফগান শরণার্থীরা বসবাস করছেন৷ কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর এই শরণার্থীদের বিষয়ে কঠোর হয় পাকিস্তান সরকার৷ বিশ্লেষকেরা বলছেন, তেহরিক-ই-তালেবানসহ বেশ কিছু সংগঠনের তৎপরতা থামাতে আফগানিস্তান ব্যর্থ বলে মনে করে পাকিস্তান৷ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের নিরাপত্তারক্ষীদের উপর বেশ কয়েকবার হামলাও চালিয়েছে৷
‘আফগানিস্তানের উপর চাপ তৈরি করতে চায় পাকিস্তান’
আইনজীবী ও মানবাধিকারকর্মী গিলানির মতে, আফগান শরণার্থীদের ‘জিম্মি’ হিসেবে ব্যবহার করছে পাকিস্তান সরকার৷ এর মাধ্যমে আফগান সরকারের উপর চাপ অব্যাহত রাখতে চায় পাকিস্তান৷ অর্থাৎ, দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হলে পাকিস্তান সরকার শরণার্থীদের বিষয়টিকে সামনে আনে৷
হারুন জানজুয়া/আরআর