আন্দোলনে স্থবির সচিবালয়
সচিবালয়ের কর্মচারীরা টানা চারদিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর সরকারের আশ্বাসে আজ বুধবার অর্থাৎ একদিনের জন্য কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। অধ্যাদেশ বাতিল না করা হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন তারা।
আন্দোলনের চতুর্থ দিন
সচিবালয়ের ভেতরে কর্মচারীরা মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫' বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।
সাংবাদিকদের প্রবেশে বাধা
আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে দুপুর ১টা নাগাদ সাংবাদিকদের সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। তবে কর্মচারীদের আজকের বিক্ষোভ কর্মসূচি শেষে বেলা ১টার পর সাংবাদিকদের সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।
নিরাপত্তায় কড়কড়ি আরোপ
যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সচিবালয়ের ভেতরে ও বাইরে সতর্ক অবস্থানে ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দাবি না মানলে...
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মুহা. নুরুল ইসলাম ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, "আজ যদি কোনো ভালো সংবাদ না পাওয়া যায়, তাহলে এই আন্দোলন চলবে, তা সারা দেশে ছড়িয়ে পড়বে।"
সচিবের আশ্বাস, বুধবার আন্দোলন স্থগিত
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। মঙ্গলবার দুপুরের পর সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিবের সঙ্গে আন্দোলনরত কর্মচারী নেতারা বৈঠক করেন। বৈঠকে আশ্বস্ত হয়ে কর্মচারীরা বুধবার আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।
'জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে পাল্টা অবস্থান
আমলারা অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগের বিরুদ্ধে- এমন দাবি করে তাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে সচিবালয়ের সামনে সমাবেশ হয়েছে৷ ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে করা সমাবেশ থেকে ‘আমলাদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিস্টদের ঠিকানা, সচিবালয়ে হবে না’,ইত্যাদি স্লোগান দেয়া হয়। ছবিতে সচিবালয়ের মূল ফটকের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে।