আট সাবেক ভারতীয় নৌসেনা অফিসারকে মুক্তি কাতারের
১২ ফেব্রুয়ারি ২০২৪কাতারের আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল। তারপর বিষয়টি নিয়ে ভারত ও কাতারের মধ্যে টানাপোড়েন চলে। পরে আদালত সাজা বদল করে তাদের কারাদণ্ডের নির্দেশ দেয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, ''আটজন ভারতীয়কে কাতার মুক্তি দিয়েছে। সাতজন ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন। কাতারের আমিরের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত।''
সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানাচ্ছে, আগে থেকে মুক্তির বিষয়টি বন্দি ভারতীয়দের জানানো হয়নি। তাদের মুক্তি দেয়ার পরই ভারতীয় দূতাবাসের কর্মীরা গিয়ে তাদের নিয়ে ইন্ডিগোর ফ্লাইটে তুলে দেন। রাত দুইটার সময় সেই বিমান ভারতে পৌঁছায়।
ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কম্যান্ডার সুগুনাকর পাকালে, কম্যান্ডার সঞ্জীব গুপ্তা, কম্যান্ডার অমিত নাগপাল ও রাজেশকে ২০২২-এর অগাস্টে গ্রেপ্তার করা হয়।
এই সাবেক নৌসেনা কর্মকর্তারা দাহরা গ্লোবাল নামে একটি সংস্থায় কাজ করতেন। তারা কাতারে গিয়েছিলেন সেদেশের নৌবাহিনীতে ইটালির ইউ২১২ সাবমেরিন অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে। তাদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ আনা হয়। ২০২৩ সালের ২৬ অক্টোবর আট ভারতীয়র মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। পরে তা বদল করে কারাদণ্ডের সাজা দেয়া হয়।
নৌবাহিনীর সাত সাবেক সদস্য ভারতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। অষ্টমজনের কিছু নথিপত্রের কাজ বাকি ছিল বলে আসতে পারেননি। তিনিও শীঘ্রই এসে যাবেন বলে জানানো হয়েছে।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)