আজ গণভোট, নিরাপত্তা জোরদার ইরাকে
১৪ অক্টোবর ২০০৫ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বায়ান বাকের সোলাঘের দাবি গণভোটের নিরাপত্তা সুনিশ্চিত করতে দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে৷ দেশজুড়ে নিরাপত্তার করণেই আজ থেকে চারদিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, পাশাপাশি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সাধারণ নাগরিকদের অস্ত্রবহন৷ নিরাপত্তা সুনিশ্চিত করে এমন কিছু ব্যবস্থা গৃহীত হয়েছে যাতে আজ শনিবার বেসরকারি পরিবহণ ব্যবস্থা, তথা যান চলাচল একেবারে বন্ধ থাকার সম্ভাবনা৷ সচরাচর শুক্রবার জুম্মাবার হওয়ায় রমজান চলাকালীন এই দিনটিতে ইরাকের রাজধানী বাগদাদের পথে প্রচুর সংখ্যক যানবাহন চলাচল করে থাকে৷ পথে ভীড়ও দেখা যায় ব্যাপকহারে৷ কিন্তু গতকাল সেই অনুপাতে তেমন কোনো ভীড় পরিলক্ষিত হয়নি এমনকী রাজধানীতেও৷ স্বরাষ্ট্রমন্ত্রী বায়ান বাকের সোলাঘ আরও জানান, সিরিয়া সহ ইরাকের সবকটি সীমান্তই সিল করে দেওয়া হয়েছে৷ শুধুমাত্র খাদ্য এবং পানীয়বাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহনকেই ইরাক সীমান্ত দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছেনা৷
অন্যদিকে, দেশজুড়ে বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনায় অন্তত ১০ ব্যক্তির মৃত্যু ঘটেছে, নিহতদের মধ্যে চারজন পুলিশকর্মী৷ গতকালের জঙ্গী হামলার সবচেয়ে বড়ো ঘটনাটি ঘটেছে বাগদাদ থেকে ১৩ কিলোমিটার উত্তরে বাকুবায়৷ সেখানে একটি পুলিশ কনভয়ের ওপর জঙ্গীদের ছোঁড়া বোমায় বড়ধরণের বিস্ফোরণ ঘটলে চারজনপুলিশকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান৷ তবে সন্ত্রাস অব্যাহত থাকলেও ইরাকের সাধারণ মানুষজন আজকের এই গণভোটের বিষয়ে যথেষ্ট আশাবাদী৷ সংবাদসংস্থা রয়টার পরিচালিত এক জনমত সমীক্ষার ফলাফলে দেখা গেছে অধিকাংশ সাধারণ নাগরিক সংবিধানে কী লেখা হয়েছে সম্যকভাবে অবহিত না হলেও তাঁরা সকলেই ভোট দিতে চান বলে মতপ্রকাশ করেছেন এবং বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সংবিধানের প্রয়োজন এবং সে কারণেই তাঁরা ভোট দিতে আগ্রহী৷
ইরাকের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রসঙ্গে মতপ্রকাশ করেছেন ইরাকে সদ্য নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত জালমাই খালিলজাদ৷ ইরাকের অভ্যন্তরে চলতি জঙ্গী সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেছেন, যৌথ পদ্ধতিতে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রচেষ্টাতেই কেবলমাত্র ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যেতে পারে৷ এবং সেইসঙ্গে ইরাক থেকে মার্কিনবাহিনীর প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানটি যদি সাধারণ্যে সঠিকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে, সেক্ষেত্রে ইরাক থেকে মার্কিন বাহিনীর সরে আসার কাজটাও সহজ হয়ে যাবে৷
ওয়াশিংটনে গতকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আডম এরেলি শনিবারের গণভোটের প্রস্তুতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন, প্রস্তুতি যা হয়েছে তাতে তেমন কোনো অসুবিধা হবার কথা নয়৷ গত জানুয়ারি মাসে ইরাকের সাধারণ নির্বানের ভোটগ্রহণের সময় যে পরিমানে জঙ্গী সন্ত্রাস পরিস্থিতি ছিল, বর্ত্তমানে তা অনেক কম বলেও মন্তব্য করেন এরেলি৷ এরেলির মন্তব্যের প্রতিধ্বনি করে বাগদাদে গতকাল মার্কিন বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল রিক লিঞ্চ বলেন, গণভোটের মুখে ইরাকের মার্কিন এবং ইরাকি বাহিনী একজোটে মোট ৯১ জন আল কায়েদা জঙ্গীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ তিনি আরও বলেছেন, নির্বাচন চলাকালীন জঙ্গী সন্ত্রাসের মোকাবিলায় তৈরী আছে জোটবাহিনী৷
সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়