আইরিশ পর্যটককে খুন ও ধর্ষণের মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন
১৮ ফেব্রুয়ারি ২০২৫এক আইরিশ পর্যটককে ধর্ষণ এবং খুনের অপরাধে ৩১ বছরের এক যুবককে সশ্রম কারাদণ্ডের রায় দিল গোয়ার এক আদালত। আট বছর ধরে চলা বিচার প্রক্রিয়ার পর সোমবার মারগাঁও জেলা দায়রা আদালত এই রায় ঘোষণা করে।
মূল ঘটনাক্রম
মার্চ ২০১৭-এ গোয়ার পালোলেমের কাছে ২৮ বছরের এক বিদেশি তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, আয়রল্যান্ড থেকে দোল উদযাপন করতে ভারতে আসেন এই তরুণী।
ময়না তদন্তে জানা যায় মাথায় রক্তক্ষরণ এবং গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে ওই তরুণীকে। ধর্ষণেরও প্রমাণ মেলে। এর পর স্থানীয় বাসিন্দা বিকট ভগতকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করার পর সোমবার যাবজ্জীবনের রায় দেয় আদালত।
রায়ে খুশি পরিবার
রায় ঘোষণার পর মৃতার আইনজীবী বিক্রম ভার্মা মিডিয়াকে জানান, "পরিবারের কাছে এই ক্ষতি অপূরণীয়। তা সত্ত্বেও এই রায় তাদের ক্ষতে একটু হলেও প্রলেপ দেবে।"
এই রায়কে স্বাগত জানিয়েছেন মৃতার পরিবার। স্থানীয় সংবাদমাধ্যমে বিচার প্রক্রিয়ায় তাদের পাশে থাকা সকলকে ধন্যবাদ জানান। তারা জানান, "স্থানীয়রা আমাদের মেয়েকে নিজেদের সন্তানের সম্মান দিয়েছেন এবং বিচারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।"
আরজি করের স্মৃতি
এই রায় উস্কে দিয়েছে আরজি কর ঘটনার স্মৃতি। গতমাসেই এই মামলায় দোষী সঞ্জয় রাইকে যাবজ্জীবনের সাজা শোনায় নিম্ন আদালত। ২০২৪-এর অগাস্টে আরজি কর মেডিক্যাল কলেজে কর্মরত এক জুনিয়র ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয় দেশ। বিচারের দাবি ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও।
২০১২-এ দিল্লির নির্ভয়া-কাণ্ডের পর ভারতে নারীদের উপর আক্রমণ এবং ধর্ষণ আইনকে আরো মজবুত করা হয়। তা সত্ত্বেও নারী-নির্যাতনের চিত্রে খুব একটা বদল আসেনি।