ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ডিরেক্টর চন্দন গোমেজ বলেন ‘‘সরকার এক সময় বাল্যবিয়ে প্রতিরোধে অনেক পদক্ষেপ নিয়েছিল। কিন্তু ইদানীংকালে অনেকগুলো সামাজিক সমস্যার মধ্যে এটাও একটা। এটার জন্য যে ব্যাপক প্রচার, প্রচারণা এবং বিনিয়োগ বা প্রকল্প বা গণজাগরণ সৃষ্টি করার দৃশ্যমান কার্যক্রমের অভাব আছে। আইন আছে, কিন্তু এটা প্রয়োগ করার ক্ষেত্রে কার্যক্রম স্থিমিত হয়ে আসছে৷’’