অ্যামেরিকায় চুরি হয়ে গেছে এক লাখ ডিম, নাজেহাল পুলিশ
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক লাখ ডিম চুরি হয়ে গেছে। তার আর্থিক মূল্য ৪০ হাজার ডলার।
ডিম গিয়েছে চুরি
এক-আধটা নয়, এক লাখ ডিম চুরি গেছে পেনসিলভানিয়ায়। ডিমবাহী একটা ট্রেলারের পিছন থেকে এই ডিম চুরি গেছে। এই ডিমগুলি ছিলো অর্গানিক। পিট অ্যান্ড গেরি-র অর্গানিক ডিস্ট্রিবিউশন ট্রেলার থেকে শনিবার রাতে ডিম চুরি যায় বলে পুলিশ জানিয়েছে।
ডিমের আকাল
এরপর পেনসিলভানিয়ায় ডিপার্টমেন্টাল স্টোরে ডিম-সংকট দেখা দিয়েছে। অধিকাংশ জায়গায় ক্রেতাদের বলা হচ্ছে, তারা ইচ্ছেমতো ডিম কিনতে পারবেন না। একটি ডিপার্টমেন্টাল স্টোরে বলা হয়েছে, একজন চার ডজনের বেশি ডিম কিনতে পারবেন না। আবার কোনো জায়গায় 'ডিম নেই' বোর্ড ঝুলছে।
ক্লু খুঁজছে পুলিশ
পুলিশ এখন হন্যে হয়ে ক্লু খুঁজছে। তারা স্থানীয় মানুষের সাহায্য চেয়েছে। এই ডিম চুরি হয়েছে শনিবার রাতে। পুলিশ এখনো এই চুরির কোনো কিনারা করতে পারেনি।
অর্থের লোভে
২০২৩ সালে বার্ড ফ্লুর জন্য যুক্তরাষ্ট্রে প্রচুর মুরগি মারা হয়। তারপর ডিমের দাম অনেকটাই বেড়ে গেছে। ২০২৫ সালেও ডিমের দাম ২০ শতাংশ বেড়েছে। যে ডিম চুরি গেছে তার দাম ৪০ হাজার ডলার। পুলিশের ধারণা, টাকার লোভে এই চুরি হয়েছে।
পুলিশের মুখপাত্র যা বললেন
পেনসিলভানিয়া পুলিশের মুখপাত্র মেগান ফ্রেজার বলেছেন, ''আমি কখনো শুনিনি এক লাখ ডিম চুরি হয়ে গেছে। নিঃসন্দেহে এটা অভিনব ঘটনা।'' পুলিশ এখন সাধারণ মানুষের কাছ থেকে ক্লু চাইছে। তারা সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে।
ডিম নিয়ে হইচই
এই ডিম চুরি আলোড়ন ফেলেছে পেনসিলভানিয়ায়। বিশেষ করে সেখানকার মানুষ চাহিদামতো ডিম পাচ্ছেন না। ডিপার্টমেন্টাল স্টোরে ডিম কম থাকার নোটিশ ঝুলছে। সকলের আলোচনায় উঠে আসছে ডিম চুরির ঘটনা।