অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বিজয়
১২ নভেম্বর ২০১১কেপটাউনের মাঠে দুটি সেঞ্চুরির পর খেলার ফলাফল মোটামুটি পরিস্কার হয়ে গিয়েছিল সবার কাছে৷ হাশিম আমলা ১২৬ বলে সেঞ্চুরি করেন এবং ১১২ রানের মাথায় আউট হয়ে যান৷ তখন দলকে জেতাতে বাকি ছিল আর মাত্র ১৪ রান৷
দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন গ্রাহাম স্মিথ রান চেজে এই প্রথম চারটি ম্যাচে চারটি সেঞ্চুরি উপহার দিলেন দর্শকদের৷ তিনি ১০১ রান করেন এবং নট আউট থাকেন৷
স্মিথ এবং আমলার জুটি ১৯৫ রান করে ২৪৮ বলে৷ তারা দুজনাই বেশ মাথা ঠান্ডা রেখে খেলেন৷ ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যান জয়ের দিকে৷ দুজনের সেঞ্চুরি হয় ১৬৪ বলে৷
আমলার প্রথম ক্যাচটি মিস করেন শেইন ওয়াটসন৷ তখন তার সংগ্রহে ছিল মাত্র ২৯ রান৷ দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটে৷
অস্ট্রেলিয়ার বোলার রায়ান হ্যারিস দুর্দান্ত বল করেন কিন্তু তিনি কোন উইকেট পাননি৷ অন্যদিকে শেইন ওয়াটসন ১৭ বলে পাঁচটি উইকেট নেন৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক