অশান্ত জম্মু কাশ্মীর
৬ আগস্ট ২০০৮বিজ্ঞাপন
এতে উপস্থিত ছিলেন কংগ্রেস ও বিজেপি ছাড়াও রাজ্যের প্রধান প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা৷ বিজেপি, অমারনাথ সংঘর্ষ সমিতির সঙ্গে সরাসরি আলোচনা করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে৷
অন্যদিকে, বুধবারও জম্মুর কারফিউ কবলিত এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে নিহত হয়েছে একজন, আহত হয়েছে আরও তিন জন৷ কাশ্মীর উপত্যকাতেও বিক্ষোভকারীরা অমরনাথ জমি বিতর্কে কারফিউ অমান্য করে রাস্তায় নামলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়৷
কাশ্মীর উপত্যকার বিরুদ্ধে কথিত অর্থনৈতিক অবরোধের প্রতিবাদে উপত্যকায় হরতাল পালিত হয়৷ অমরনাথ সংঘর্ষ সমিতি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা বলেছে, বরাদ্দ জমি ফিরিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে৷
জমি বিতর্ক ঘিরে একই রাজ্যের দুই অংশ- জম্মু ও কাশ্মীর উপত্যকা, ধর্মীয় রেখায় বিভাজিত হতে চলেছে৷