অমর একুশে : ফুলে ফুলে ভরা শোক আর অহংকারের মিনার
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মধ্যরাত থেকে নেমেছিল মানুষে ঢল৷ একুশের প্রথম প্রহর ও দিনের কিছু মুহূর্ত থাকছে ছবিঘরে৷
ভাষা শহিদদের স্মরণ
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার, ফুল আর শ্রদ্ধায় তাঁদের স্মরণ করছে জাতি৷
বাহান্নর একুশ
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাস্তায় নেমে আসে মানুষ৷ পাকিস্তানি শাসকের বুলেটের আঘাতে রক্তে ভেসে যায় রাজপথ৷ শহিদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেকে৷ বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা৷
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি
রাষ্ট্রভাষার জন্য প্রাণ উৎসর্গের এই দিনটিকে ১৯৯৯ সালে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়৷ একুশের চেতনার প্রতীক ‘শহীদ মিনার’ এখন এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ সব মহাদেশের বহুভাষিক চেতনার স্মারক৷
ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা
দিবসটিতে হাজারো মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন৷ ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালির শোক আর অহংকারের এই মিনার৷
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ফুলে ফুলে ঢাকা
শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি৷ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আজ ভোর থেকেই প্রভাতফেরি করে শ্রদ্ধার ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেনা
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
এর আগে একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহিদদের প্রতি পৃথকভাবে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা৷ রাত ১২টার পর প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন৷ এরপর রাত ১২টা ১২ মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান৷
বিভিন্ন দল ও সংগঠনের
আজ সকাল সাড়ে ছয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ দলে দলে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংঘ, সংগঠন, আর্থিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান, হল, ক্লাব, ইউনিয়নের হয়ে কিংবা ব্যক্তি ও পারিবারিকভাবে শহিদবেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন৷
সবার কন্ঠে অবিস্মরণীয় সেই গান
যারা শহীদ মিনারে এসেছেন কারও হাতে একগুচ্ছ ফুল বা ফুলের তোড়া৷ তাদের পোশাক ও সজ্জায় শোকের কালো রং, কণ্ঠে সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’৷
শিশুদের শ্রদ্ধা
বিভিন্ন দল, সংগঠন, প্রতিষ্ঠানের বাইরেও ব্যক্তি উদ্যোগে শত শত মানুষকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে৷ ফুল নিয়ে গালে আল্পনা এঁকে হাজির শিশুরাও৷
বিদেশিনীর শ্রদ্ধা
দেশের মানুষের পাশাপাশি বিদেশিরাও শহীদ মিনারে শ্রদ্ধা জানান৷
ফুল সাজানো বড় দায়িত্ব
সবার শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারের বেদি সুন্দর করে সাজানোর দায়িত্ব পালন করছে এই মেয়েদের স্কাউট দলটি৷ খুব নিপুনভাবে কাজটি সম্পন্ন করছে তারা৷
ছোট মেয়েটির বিনম্র শ্রদ্ধা
বেদি ফুলে ফুলে সাজানো৷ তার মাঝে জায়গা করে নিজের ফুলটি রেখে শ্রদ্ধা জানাচ্ছে ছোট এই মেয়েটি৷ হাতে পতাকা আর পরনে তার লাল শাড়ি৷
ফুল বিক্রি করে যে মেয়েটি
একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অনেক মেয়েকে মাথায় ফুল পরতে দেখা যায়৷ এই শিশুটি তাই ফুল বিক্রি করার জন্য বেছে নিয়েছে আজ শহীদ মিনারকে৷