বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই একটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি। ওই সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদও মনে করেন, "অভ্যুত্থান যে কারণে হয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নে বিএনপি এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাদের মাথায় এখন ক্ষমতায় যাওয়া। সেই কারণেই এখন তারা এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।”
তার দাবি, ‘‘যে তিনজন ছাত্র এখন উপদেষ্টা পরিষদে আছে, তারা এখন আর আমাদের সঙ্গে নেই। তারা সরকারে আছেন। তারা কোনো দল গঠনে সহায়তা করছেন না। আর আমরা সরকারের সহযোগিতা নিয়ে কিছু করছি না৷”
আব্দুল হান্নান মাসুদ মনে করেন," উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের মধ্যে বিএনপির প্রস্তাবিত উপদেষ্টারাও আছেন। এই সরকার এখন বিএনপির কথাই বেশি শুনছে। তাদের বিরোধিতার কারণে রাষ্ট্রপতি পরিবর্তন করা যায়নি।”