অবিশ্বাস্যভাবে বেঁচে গেলেন তিনি
১২ এপ্রিল ২০১৯এমনই এক ভিডিওতে দেখা গেল, দক্ষিণ আফ্রিকার কেপটাউনের এক রাস্তায় হাঁটছিলেন দুজন শ্রমিক৷ সেই সময় দ্রুতগতিতে চলতে থাকা একটি গাড়ি তাঁদের একজনকে ধাক্কা দেয়৷ ধাক্কা এতটাই ভয়াবহ ছিল যে, ঐ ব্যক্তি গাড়ির একপাশ থেকে উড়ে গিয়ে আরেকপাশে ছিটকে পড়েন৷
ডেইলি মেল অনলাইনের প্রতিবেদন বলছে, গত ২২ মার্চের এই ঘটনায় আহত শ্রমিকের নাম জোলেলে ফিনডেলা৷ দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হয়েছেন তিনি৷ আহত এ ব্যাক্তিকে পরে বিমানযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়৷
পাশ দিয়ে একটিতে গাড়িতে করে যাচ্ছিলেন লিন্ডন ড্যামেলিয়ন নামে এক ব্যক্তি ও তাঁর পরিবার৷ পুরো ঘটনাটি তাঁদের গাড়ির ড্যাশ ক্যামে ধরা পড়ে৷ সংবাদমাধ্যমকে তাঁরা জানান, ঘটনার ভয়াবহতায় তাঁরা হতবিহ্বল হয়ে গিয়েছিলেন এবং কান্নাকাটি করছিলেন৷
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আইন অনুযায়ী রাস্তাটিতে গাড়ির গতির সর্বোচ্চ সীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার৷ কিন্তু দুর্ঘটনা ঘটানো গাড়িটির চালক গতিসীমা লঙ্ঘন করে গাড়িটি চালাচ্ছিলেন, কেননা সেই সময় চালক একটি লরিকে অতিক্রম করে সামনে যেতে চাইছিলেন৷ এ ঘটনায় পুলিশ কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি বলে জানা গেছে৷
তবে ঘটনার এ ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে৷
আরআর/জেডএইচ