অপরাধ জগত থেকে দূরে সাইকেলের ‘জাদু’
মজোয়াখে নগেনিয়া যেভাবে সাইকেলের কসরত দেখায় তাকে জাদু বললে একটুও ভুল হবে না৷ ১৫ বছরের মজোয়াখের মতো অনেক কিশোর-কিশোরী আছে সাউথ আফ্রিকায়, যারা অপরাধ জগত থেকে দূরে থাকতে আনন্দ খুঁজছে সাইকেলে৷ দেখুন ছবিঘরে...
অনেক কষ্টের এক সাইকেল
এই সাইকেলটা অনেক কষ্ট করে বানিয়েছে মজোয়াখে নগেনিয়া৷ হ্যাঁ, বানিয়েছেই বলতে হবে, কারণ, সাইকেলটা তৈরি হয়েছে নানা দোকান থেকে বিভিন্ন যন্ত্রাংশ কিনে সেগুলোকে জোড়া দিয়ে৷ যন্ত্রাংশগুলো কিনতে খরচ হয়েছে ২৫০০ ব়্যান্ড, বা ১৩৭ ডলার৷ পুরো টাকাটা মজোয়াখে জমিয়েছিল স্কুলে খাওয়া-দাওয়ার জন্য দেয়া টাকা থেকে৷
করোনার ‘উপহার’
সবাই যখন করোনার সংক্রমণ এড়াতে গৃহবন্দি, ঘরের কোণের একঘেয়ে জীবনে শিশু-কিশোররা যখন প্রায় অতিষ্ঠ, তখনই কাহলেহং এলাকার একটি ক্লাব নেয় চমৎকার এক উদ্যোগ৷ সাউথ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের উত্তরের এই লোকালয়ের ক্লাবের উদ্যোক্তারা কিশোরদের বলেন পুরোনো সাইকেল ঠিকঠাক করে ঝটপট চলে আসতে৷ সেই আহ্বানে সাড়া দিয়ে অনেকেই চলে আসে পুরোনো সাইকেল নতুন বানিয়ে৷ তারপর শুরু হয় সাইকেলের নানান কসরত শেখা৷
চাকায় চাকায় আনন্দ
‘সেভেন কে স্টান্ট বাইসাইকেল ফাউন্ডেশন’ ক্লাব মজোয়াখেদের জীবনে যেন সৃষ্টির আনন্দে ভাসার এক জগত৷ কাহলেহং-এর প্রতিটি বাবা-মা কয়েকদিন আগেও যেখানে তাদের উঠতি সন্তানরা কখন কোন অপরাধে জড়িয়ে পড়ে সেই ভাবনায় কাতর থাকতো, সেখানে কিশোররা সাইকেলের ‘জাদু’ শেখায় ব্যস্ত দেখে পরম স্বস্তি পেলেন তারা৷ এলাকার মানুষদের সাইকেলের চিত্তাকর্ষক কসরত দেখিয়ে মজোয়াখেদেরও জীবনে আনন্দ আর ধরে না!
রাজধানীতে মজোয়াখে
জোহানেসবার্গের ‘রেভড আপ সানডে’ ‘কার স্পিনিং’ এবং মোটরবাইক স্টান্ট প্রদর্শনীর জন্য বিখ্যাত৷ সম্প্রতি তারা কাহলেহং-এর কিশোরদের সেখানে গিয়ে সাইকেল স্পিনিং দেখানোর আহ্বান জানায়৷ রাজধানীতে শত শত মানুষকে সাইকেলের ‘খেলা’ দেখানোর সুযোগ পেয়ে ‘সেভেন কে স্টান্ট বাইসাইকেল ফাউন্ডেশন’-এর সদস্যরা মহাখুশি!
অপার্থিব আনন্দ
‘রেভড আপ সানডে’-তে সাইকেলের স্পিনিং দেখাতে পেরে মজোয়াখে দারুণ খুশি, ‘‘আমরা নিজেদের এলাকার বাইরে এসে এত মানুষের সামনে স্পিনিং দেখাতে পারছি- এটা ভেবেই ভীষণ আনন্দ লাগছে৷’’ সাইকেল স্পিনিংয়ের মোদ্দা কথা হলো, সামনের চাকা ওপরে থাকবে, শত রকমের কসরত দেখাতে হবে পেছনের চাকায় ভর করে৷ ওই পেছনের চাকার ‘জাদুতেই’ মজোয়াখেদের জীবন থেকে অপরাধ জগত সরে গেছে দূরে৷
এসিবি/জেডএইচ (রয়টার্স)