‘ক্লাউডে’ ডিজনিল্যান্ডের ‘ড্রিমপ্লে’
৯ জানুয়ারি ২০১৩লাস ভেগাসের সিইএস ইন্টারন্যাশনাল মেলাতে এবার টিভি ট্রেন্ড বলতে আরো বড় ডিসপ্লে এবং এমন প্রযুক্তি, যা টিভি দেখাটাকে ‘মাল্টিস্ক্রিন' অভিজ্ঞতায় পরিণত করবে৷ স্যামসুং, সোনি, এলজি, শার্প এবং প্যানাসনিক, সকলেই টেলিভিশনে তথাকথিত ‘আল্ট্রা এইচডি' বা অতীব হাই ডেফিনিশন ছবির ওপর জোর দিচ্ছে৷
ওদিকে মার্কিনিরা যে ৬০ ইঞ্চি স্ক্রিনের জাম্বো-টেলিভিশনের ভক্ত, সেটাও সকলের জানা হয়ে গেছে৷ কাজেই শার্প ইন্ডিয়াম গ্যালিয়াম জিঙ্ক অক্সাইড প্রযুক্তির একটি ৮৪ ইঞ্চির স্ক্রিন-যুক্ত টেলিভিশন বাজারে ছেড়েছে – সোনির যেটা আগে থেকেই ছিল৷ অন্যান্য প্রতিযোগীরা রাখছে নানা ধরণের চটক ও চমক: স্যামসুং-এর নতুন টেলিভিশনে দু'টি মানুষ একই সময়ে দু'টি পৃথক ছবি দেখতে পারে৷ এই ‘মাল্টি-ভিউ' টিভির পিছনে রয়েছে ‘অর্গানিক লাইট এমিটিং ডিওড' বা ওলেড প্রযুক্তি৷ দর্শকদের অবশ্য থ্রি-ডি চশমা পরে এই টিভি দেখতে হবে৷ আর চশমার বাঁটের স্পিকার থেকেই সঠিক অডিও ট্র্যাকটা শোনা যাবে৷
চীন থেকে আসছে একটি গুগল থ্রি প্ল্যাটফর্ম সংযুক্ত নতুন এক ‘স্মার্ট টিভি'৷ আগামীর গ্রাহকরা দৃশ্যত তাঁদের মোবাইল ফোন কি আইপ্যাড থেকে টিভির স্ক্রিনে ‘কনটেন্ট' স্বেচ্ছামতো অদলবদল করতে চান৷ সেই সঙ্গে সর্বত্র এবং সারাক্ষণ নিজেদের অ্যাপগুলো ব্যবহার করতে চান তাঁরা৷ তাই টিভিকে মোবাইল টেলিফোনের সঙ্গে পাল্লা দিয়ে হতে হচ্ছে ‘স্মার্ট'৷
ওয়াল্ট ডিজনির ছবির চরিত্রগুলি ছোটদের বরাবরই প্রিয়৷ তবে এবার নতুনটা হলো এই যে, কোনো বিশেষ ডিজনি পুতুলের ওপর মোবাইল ফোনের ক্যামেরা ধরলে সেই মোবাইলে ঐ চরিত্র কিংবা জীবজন্তু সংক্রান্ত কার্টুনগুলি দেখা যাবে৷ তাছাড়া মোবাইলের স্ক্রিনে নানা ধরণের রূপকথাসুলভ ভৌতিক ও আধিভৌতিক কাণ্ডকারখানা ঘটবে৷ তাই পুরো ব্যাপারটার নাম রাখা হয়েছে ‘ড্রিমপ্লে', অর্থাৎ স্বপ্নের খেলা৷
বাকি থাকে হলিউড৷ সেখানকার বড় বড় স্টুডিও এবার তাদের অনলাইন মুভি সিস্টেমকে জনপ্রিয় করার জন্য বিনামূল্যে ছবি বিলাচ্ছে৷ ইন্টারনেট-যুক্ত কয়েকটি বিশেষ ধরণের টেলিভিশন কিনলেই ঐ স্টুডিও'র ১০টি ছবি ফ্রি'তে দেখতে পাওয়া যাবে৷ ছবিগুলো যেখানে রাখা থাকবে, সেই জায়গাটির নামকরণ হয়েছে ‘আল্ট্রাভায়োলেট', বোধহয় খালিচোখে দেখতে পাওয়া যায় না বলে!
এসি/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)