৫০ লাখ ডলার দিলেই অ্যামেরিকায় গোল্ড কার্ড, ট্রাম্পের ঘোষণা
২৬ ফেব্রুয়ারি ২০২৫আপনি কি মার্কিন নাগরিক হতে চান? মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন 'গোল্ড কার্ডের' ঘোষণা করেছেন। এর ফলে ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার বেশি এবং ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তেতাল্লিশ কোটি টাকা) বিনিময়ে আপনি পেতে পারেন যুক্তরাষ্ট্রে স্থায়ী ঠিকানা। ৩৫ বছর ধরে চলে আসা বিনিয়োগকারীদের ইবি-ফাইভ ভিসার পরিবর্তে এই স্কিম চালু হতে পারে।
কী এই গোল্ড কার্ড?
ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, "আমরা গোল্ড কার্ড বিক্রি করব। আমাদের গ্রিন কার্ড আছে। এটা গোল্ড কার্ড। আমরা এর মূল্য পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ ডলার ধার্য করছি।"
কারা কিনবে এই কার্ড? ট্রাম্পের জবাব, "যারা বিত্তশালী এবং সফল।" তিনি আরও বলেন, "এরা এদেশে অর্থ ব্যয় করবেন, বেশি কর দেবেন এবং কর্মসংস্থান বাড়াবেন। এটা একটা দারুণ সফল ব্যবস্থা হবে বলে আমরা মনে করছি।"
ইবি-৫ ভিসার পরিবর্তে গোল্ড কার্ড
পরে সাংবাদিকদের কাছে বাণিজ্য সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক বিষয়টিতে আলোকপাত করেন। তিনি জানান এই পারমিট ইবি-ফাইভ ভিসার পরিবর্তে দেয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যেই এটি চালু হবে।
বিদেশি বিনিয়োগে জোর দিতে ১৯৯০-এ ইবি-ফাইভ ভিসা চালু করে কংগ্রেস। যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানিতে ১০ লাখ ডলার বিনিয়োগ এবং অন্তত ১০ জনের কর্মসংস্থান করতে পারলেই এই ভিসা পাওয়া যেত।
লাটনিক আরও জানান যে এই গোল্ড কার্ড গ্রিন কার্ডের মতই স্থায়ী আবাস নিশ্চিত করে। বিনিয়োগকারীদের জন্যও এর অর্থমূল্য বাড়ানো হলো। এর ফলে ভুয়ো ইবি-ফাইভ এর আবেদনকারীদের থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করেন তিনি।
সরকারী অভিবাসন তথ্য অনুযায়ী ২০২২ এর সেপ্টেম্বরের ২২ পর্যন্ত একবছরে আট হাজার মানুষ ইবি-৫ ভিসায় আমেরিকার এসেছেন। ২০২১-এর কংগ্রেশানাল রিসার্চ সার্ভিসের একটি রিপোর্ট অনুযায়ী এই ভিসায় জালিয়াতির সম্ভবনা আছে।
রাশিয়ান ধনকুবেররাও স্বাগত
নতুন গোল্ড কার্ড সম্পর্কে আরো তথ্য পরবর্তীকালে সামনে আসবে। ইতিমধ্যে ট্রাম্প অবশ্য এদিন জানিয়েছেন এই নতুন স্কিম রাশিয়ারদের জন্যেও চালু হবে।
এদিন তিনি বলেন, "আমি এমন কিছু রাশিয়ান ধনকুবেরদের চিনি যারা অত্যন্ত সজ্জন মানুষ। তারা আগের মতো ধনী না থাকলেও পাঁচ মিলিয়ন ডলার ব্যয় করতে পারবেন।"
প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানান এই গোল্ড কার্ডে কংগ্রেসের স্বীকৃতি লাগবে না। যদিও নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলি কংগ্রেসেরই অধীনে পরে।
এসসি/জিএইচ(এপি, এএফপি, রয়টার্স)