রাজনীতিফ্রান্স
৫০% ফরাসি নাগরিক সরকারের পতন চায়, বলছে সমীক্ষা
২৮ নভেম্বর ২০২৪বিজ্ঞাপন
এতে দেখা গেছে ৬৭ শতাংশ মানুষ বার্নিয়ার প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করেছেন৷ বাজেট ঘাটতি কমাতে কর বাড়িয়ে দেয়া এবং সরকারি খরচে কাটছাটের প্রস্তাব করেছেন তিনি৷ ৩৩ শতাংশ মানুষ অবশ্য এই প্রস্তাবকে সমর্থন করেছেন৷
উগ্রডানপন্থি এবং বামপন্থিরা যদি বার্নিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তাহলে বড়দিনের আগে বা আগামী সপ্তাহেই তার সরকারের পতন ঘটতে পারে বলে মনে করছে রাজনৈতিক অঙ্গনের নানা সূত্র৷
গত ২৬ ও ২৭ নভেম্বর স্যুদ রেডিওর জন্য একহাজার ছয়জন মানুষের উপর সমীক্ষাটি পরিচালনা করেছে ইফঅপ-ফিড্যুসিয়ালে৷
এদিকে, বিএফএম টিভির আরেক সমীক্ষায় দেখা গেছে বার্নিয়ার সরকারের পতন হলে প্রেসিডেন্ট এমানুয়েল মাঁক্রোর পদত্যাগ করা উচিত বলে মনে করছেন ৬৩ শতাংশ মানুষ৷
এআই/এসিবি (রয়টার্স)