২৬/১১-র সন্ত্রাসীরা পাকিস্তানে ঘুরে বেড়ায়: জাভেদ আখতার
২২ ফেব্রুয়ারি ২০২৩কিছুদিন আগে জাভেদ আখতারের পাকিস্তান যাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছিল। এক শ্রেণির মানুষ এমন মন্তব্যও করেছিলেন, তার আর দেশে ফেরার দরকার নেই। সেই ৭৮ বছর বয়সি কবি, গান লেখক, সাহিত্যিক জভেদ আখতারকে নিয়ে এখন ভারতে আলোড়ন পড়ে গেছে।
কারণটা হলো, জাভেদ আখতারের বক্তব্য। বিখ্য়াত উর্দু কবি ফায়েজ আহমেদ ফায়েজের প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই এক প্রশ্নের জবাবে জাভেদ আখতার বলেন, ''এত উত্তেজনা ভালো নয়। কম হওয়া উচিত। আমি তো আমার শহর মুম্বই আক্রান্ত হতে দেখেছি। ওই আক্রমণকারীরা তো নরওয়ে থেকে আসেনি। মিশর থেকেও আসেনি। ওরা তো পাকিস্তানে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। ভারত যদি এনিয়ে নালিশ করে তাতে আপত্তির কী আছে?''
এখানেই থামেননি জাভেদ আখতার। তিনি বলেছেন, ''আমরা তো আপনাদের শিল্পী নুসরত ফতেহ আলি খান, মেহেদি হাসানের বড় বড় অনুষ্ঠান করেছি। কই, আপনারা তো একবারের জন্যও লতা মঙ্গেশকরকে পর্যন্ত অনুষ্ঠান করতে ডাকেননি।''
পরে এনডিটিভিকে এক সাক্ষাৎকারে বলেছেন, ''আমি তিনদিনের জন্য গেছিলাম। আমি সেখানে ইতিবাচক মনোভাব দেখেছি। সাধারণ মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক চান। তারা শিক্ষা, চাকরি, ব্যবসা করতে ভারতে আসতে চান। সেকানকার মানুষের ভারত সম্পর্কে শ্রদ্ধা রয়েছে।''
জাভেদ আখতার বলেছেন, ''প্রতিটি অনুষ্ঠানে প্রশ্নোত্তরপর্ব থাকত। সেখানে একজন প্রশ্ন করেন, ভারতের তো পাকিস্তান সম্পর্কে উষ্ণ মনোভাব নেই. তখন আমার কোর্টে বল এল। তখন আমি সোজাসাপটা মনের কথা বললাম। ফায়েজ সাহেব যখন ভারতে এসেছিলেন, তখন তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান সরকার তো ভারতেরকোনো শিল্পী, সাহিত্যিককে ডাকে না।''
জাভেদ আখতার জানিয়েছেন, ''সেখানে আমি বলেছি, আমার শহরকে যারা জ্বালিয়ে দিয়েছিল, তারা পাকিস্তানে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি যখন এই কথা বলি, তখন সবাই হাততালি দিয়েছেন। আমি তো আমার কথা বলবই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার এই কথাকে পাকিস্তানের সাধারণ মানুষ হাততালি দিয়ে স্বাগত জানানো। তারা আমার সঙ্গে একমত হয়েছে। ''
জাভেদ মনে করেন, ''আমাদের বুঝতে হবে, যারা এই সব কাজ করছে, তাদের বাদ দিয়ে সধারণ মানুষ আছে, যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়। তাদের সঙ্গে কী করে ভালো সম্পর্ক তৈরি করা যায়, সেটাই প্রশ্ন। সবাই পাকিস্তানি সেনা বা সরকারের সমর্থক নয়।'' জাভেদ বলেছেন, ''এই কয়দিনে আমি পাকিস্তানে বোরখা পরিহিতাদের দেখিনি। নারীরা কলেজে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন বোরখা ছাড়া। ''
জাবেদ আখতার এই কথা বলার পরই হইহই পড়ে গেছে। প্রায় সব সংবাদমাদ্যমে শীর্ষ খবর হয়েছে জভেদ আখতারের এই মন্তব্য। এমনকী কঙ্গনা রানাওয়াতের মতো অভিনেত্রীও জাভেদ আখতারের প্রশংসায় পঞ্চমুখ।
জিএইচ/এসজি(পিটিআই, এনডিটিভি)