২০৮ করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলো ভারত
২১ সেপ্টেম্বর ২০২২টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুবই খারাপ বল করলেন ভুবনেশ্বর কুমার, চাহলরা। জঘন্য ফিল্ডিং হলো।
মোহালির উইকেট ব্যাটিং-সহায়ক ছিল। সেখানে টি-টোয়েন্টিতে ২০৮ রানের স্কোর ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট। কিন্তু বোলারদের ব্যর্থতা এবং দুইটি ক্যাচ মিস করে হারলো ভারত।
হার্দিক পান্ডিয়া ৩০ বলে ৭১ রান করেছেন। অবশেষে রান পেয়েছেন লোকেশ রাহুলও। তিনি ৫৫ রান করেন। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি আবার ব্যর্থ। রোহিত ১১ ও কোহলি দুই রান করেন।
এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে শতরান করেছিলেন কোহলি। কিন্তু তারপর আবার তার ব্যাটে রান এলো না। ক্রিকেটে ধারাবাহিকতা খুবই জরুরি। অন্তত দলের সবচেয়ে অভিজ্ঞ ও দক্ষ দুই ব্যাটারের কাছ থেকে ধারাবাহিকতা প্রত্যাশা করাটা স্বাভাবিক। সেটাই পাচ্ছে না ভারত।
রোহিত, কোহলির ব্যর্থতা পান্ডিয়া, রাহুল, সূর্যকুমাররা ঢেকে দেন। কিন্তু বোলারদের ব্যর্থতা ঢাকবে কে? ভুবনেশ্বর চার ওভারে ৫২ রান দিয়েছেন। উমেশ যাদব দুই ওভাবে ২৭, হর্ষল প্যাটেল চার ওভারে ৩৯, যজুবেন্দ্র চাহল তিন দশমিক দুই ওভারে ৪২ রান। একমাত্র অক্ষর প্যাটেল চার ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন।
তবে অক্ষর প্যাটেল একটি সহজ ক্যাচ ফেলেছেন। ক্যাচ ফসকেছেন লোকেশ রাহুলও। একটা কথা স্পষ্ট হয়ে গেছে. এরকম বলিং ও ফিল্ডিং করলে বিশ্বকাপের আসরে ভালো কিছু করার স্বপ্ন না দেখাই ভালো।
পাকিস্তানও হারলো
ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছে পাকিস্তানও। দীার্ঘদিন পর পাকিস্তান সফরে গিয়ে প্রথম ম্যাচেই জয় পেল ইংল্যান্ড।
বাবর আজমরা প্রথমে ব্যাট করে ১৫৮ রান তুলেছিলেন। বাবর ও রিজওয়ান প্রথমে ৮৫ রান তোলেন। বাবর আউট হতেই রানের গতি কমে যায়। রিজওয়ান ৬৮ রান করে আউট হওয়ার পর আরো সমস্যায় পড়ে পাকিস্তান।
১৫৯ রান তুলতে ইংল্য়ান্ডের কোনো অসুবিধাই হয়নি। হেলস ৪০ বলে ৫৩ রান করেন। ব্রুক ২৫ বলে ৪২ করে অপরাজিত থাকেন।
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই, রয়টার্স)