২০২৮ নির্বাচনের প্রচারণার পণ্য বিক্রি করছেন ট্রাম্প
২৫ এপ্রিল ২০২৫খোদ প্রেসিডেন্টের অনলাইন স্টোর থেকেই বিক্রি হচ্ছে 'ট্রাম্প ২০২৮' লেখা টুপি, টি-শার্ট, ক্যান কুলার-সহ নানা জিনিস।
২০২৮-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কি ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন ডনাল্ড ট্রাম্প? এখন থেকেই তা আগাম জানানো সম্ভব নয়। অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনলাইন স্টোরে 'ট্রাম্প ২০২৮' লেখা নানা পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে।
২০২৮ এ ৮২ তে পা দেবেন ট্রাম্প। সেই নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভবনাকে উড়িয়ে দেননি তিনি। এমনকী, তার জন্য সংবিধান অগ্রাহ্য করতেও রাজি বলে জানিয়েছিলেন তিনি।
ট্রাম্পের পণ্য সম্বন্ধে যা জানা যাচ্ছে
বৃহস্পতিবার ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্পকে সোশাল মিডিয়ায় এরকম একটি টুপি পরা ছবিতে দেখা গেছে। টুপিটির দাম ৫০ মার্কিন ডলার।
টি-শার্ট পাওয়া যাচ্ছে নীল এবং লাল রংয়ে। দাম ৩৬ মার্কিন ডলার। কাপ ধরার কুজিস মিলছে ১৮ মার্কিন ডলারে।
এই পণ্যসামগ্রীর গায়ে লেখা, "দ্য ফিউচার লুকস ব্রাইট। রিরাইট দ্য রুলস (ভবিষ্যত উজ্জ্বল দেখাচ্ছে। নতুন করে নিয়ম লেখা হোক)।"
সংবিধান যা বলে
ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট চতুর্থবার নির্বাচিত হওয়ার পরে মার্কিন সংবিধানের ২২তম সংশোধন হয়। চতুর্থবারের মেয়াদও শুরুর সময়েই ১৯৪৫ এর ১২ এপ্রিল ৬৩ বছর বয়সী রুজভেল্ট মারা যান।
১৯৫১ সালে সংশোধনী পাশ হয়। এতে বলা আছে, "কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না।"
ট্রাম্পকে সংবিধানও বদলানোর জন্য কংগ্রেসের দুই সভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনী পাস করাতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের মধ্যে অন্তত ৩৮টি থেকে অনুমোদন নিতে হবে, যার সম্ভবনা কম।
যদিও ট্রাম্প বলেছেন, তৃতীয়বার নির্বাচিত হওয়ার 'উপায়' আছে এবং আবার ভোটে দাঁড়ানো নিয়ে তিনি 'মস্করা করছেন না'। তবে তিনি এও বলেন, "সেসব ভাবার আগে আমাদের বহুদূর পথ পার করতে হবে।"
এসসি/জিএইচ(এপি, এএফপি, রয়টার্স(