দক্ষিণ চব্বিশ পরগনার এক এক অজপাড়াগাঁয়ের মানুষ সত্যরঞ্জন দলুই। পড়াশোনা থেমে যায় মাঝপথে, জীবিকা খুঁজে নেন কলকাতায়। স্থানীয় মাঠের একজন সিকিউরিটি গার্ড হয়েও থেমে থাকেননি তিনি। নিজের বেতন আর সংগ্রহে কলকাতার জগৎ মুখার্জি পার্কে গড়ে তুলেছেন ওপেন লাইব্রেরি—আজ সেখানে পনেরো হাজার বই। সকলের জন্য উন্মুক্ত, সকলের জন্য ‘আলো’।