হিন্দু পুরোহিতের মেয়ে মাংস খাওয়ায় ছবি বন্ধ
১২ জানুয়ারি ২০২৪গত ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল তামিল ছবি আন্নাপুরানি। একটি রান্নার প্রতিযোগিতার গল্প নিয়ে তৈরি ছবি। সেখানেই অন্যতম প্রতিনিধি এক পুরোহিতের মেয়ে। খাদ্যরসিক সেই মেয়ে মাংস খায়। রান্নার প্রতিযোগিতাতেও মাংস রান্না করে।
নিপাট সাধারণ এই গল্প নিয়েও শুরু হয়েছে বিতর্ক। তামিল ব্রাহ্মণ সাধারণত নিরামিষাশী হয়। এই ছবিতে এক তামিল পুরোহিতের মেয়ে আমিষ খেয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। সমাজমাধ্যম এক্স-এ এমন কয়েকটি মন্তব্য করেন কেউ কেউ। তারপরেই বিষয়টি নিয়ে রাস্তায় নেমে পড়ে বিশ্ব হিন্দু পরিষদ। এই বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস-এর ছাতার নিচে একটি সামাজিক সংগঠন।
বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র এক্স-এ আন্দোলনের ডাক দেন। তারপরেই বুধবার নেটফ্লিক্সের মুম্বই অফিসের সামনে জড়ো হয় সংগঠনের কর্মীরা। ছবিটি এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই নিজেদের প্ল্যাটফর্ম থেকে ছবিটি নামিয়ে নেয় নেটফ্লিক্স। তবে প্রকাশ্যে এনিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।
এর আগে অ্যামাজন প্রাইমও একটি ওয়েব সিরিজ নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিল। তাণ্ডব নামে ওই সিরিজে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। শুধু তা-ই নয়, সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপন নিয়েও বিতর্ক হয়েছে।
প্রাবন্ধিক এবং সমাজবিজ্ঞানী অভ্র ঘোষ ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''ভারতীয় গণতন্ত্র প্রতিনিয়ত আক্রমণের মুখে পড়ছে। গণতন্ত্র বাঁচিয়ে রাখার দায়িত্ব বিরোধীদের উপরেও বর্তায়। সমস্যা হলো, তারাও এই বিষয়গুলি নিয়ে আন্দোলন গড়ে তুলছেন না। ফলে এক আগ্রাসী পরিবেশ ক্রমশ ঘিরে ধরছে আমাদের।''
এসজি/জিএইচ (পিটিআই)