হাঙ্গেরির অর্থ সহায়তা বাতিলের প্রস্তাব ইইউর
১৮ সেপ্টেম্বর ২০২২ইইউ এবং বুদাপেস্টের মধ্যে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতার প্রেক্ষিতে ইইউ কমিশনের পক্ষ থেকে রোববার কঠোর পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে৷ ইইউর বাজেট কমিশনার ইউহানেস হান বলেন, ৭৫০ কোটি ইউরোর সহায়তা তহবিল বাতিলের সুপারিশ করেছে কমিশন৷ প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সরকারের বিরুদ্ধে আইনের শাসনের লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগ তাদের৷
তিনি বলেন, ‘‘আজকের সিদ্ধান্ত ইইউর বাজেটের সুরক্ষা এবং এই লক্ষ্য বাস্তবায়নে কমিশনের চেষ্টার একটি অংশ৷’’
ইইউর অধিকাংশ সদস্য প্রস্তাবে রাজি হলে তা হাঙ্গেরির অর্থনীতি ও দেশটির অবকাঠামোকে ইউরোপের মানের করে গড়ে তোলার যে চেষ্টা তা ব্যহত হবে৷
আর হাঙ্গেরির গণতন্ত্র ও দুর্নীতির বিষয়ে ইইউর যে উদ্বেগ তা দূর করতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় পাবে দেশটি৷
যে কারণে তহবিল বাতিলের প্রস্তাব
ভিক্টর অরবানের রক্ষণশীল দলটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ জানিয়ে আসছে ইইউ৷ গত বৃহস্পতিবার ইউরোপিয়ান পার্লামেন্টে হাঙ্গেরি সরকারের কর্তৃত্ববাদী হয়ে উঠার দিকে ঝুঁকে পড়ার নিন্দা জানিয়ে ভোট দেয় সদস্য দেশগুলো৷
গত জুলাই মাসে কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপের দেশ হাঙ্গেরিতে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে বিশেষ কিছু গোষ্ঠীকে সুবিধা প্রদান করা এবং প্রশাসনে স্বজনপ্রীতির মতো ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে৷
এরই প্রেক্ষিতে রোববার দেশটির সহায়তা বাজেট বাতিল করার প্রস্তাব করে কমিশন৷
ইউরোপের কোনো দেশ গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করতে না পারলে দেশটির বাজেট সহায়তা বাতিল হবে, দুই বছর আগে এমন সিদ্ধান্ত নেয় কমিশন৷
তবে বুদাপেস্টের দাবি, অবস্থার পরিবর্তনে কাজ করছে তারা৷ শনিবার হাঙ্গেরির সরকার জানায় বেশ কয়েকটি দুর্নীতি বিরোধী আইন প্রণয়নের মাধ্যমে ব্রাসেলসের সাথে চলতি অচলবস্থা কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা৷
আরআর/এফএস (এপি, ডিপিএ. রয়টার্স)