হলিডে হোমে ছুটি কাটানো
হোটেল রুমে ছুটি কাটানোর মুডে আপনি নেই? পুরো একটি হলিডে হোম হলে কেমন হয়! ছবিঘরে তেমন কিছু হোমের কথা থাকছে৷
মন্টেনেগ্রোর ‘এথনো ভিলেজ’
স্থানীয় কাঠ ও পাথর দিয়ে তৈরি এই কটেজগুলো মন্টেনেগ্রোর স্তাভনার কমোভি পর্বতমালা এলাকায় অবস্থিত৷ একটি কটেজে সর্বোচ্চ পাঁচজন থাকা যায়৷ গ্রামের রেস্তোরাঁয় মূলত স্থানীয় খাবার পাওয়া যায়৷ পেট ভরে খাওয়ার পর ক্যালরি ক্ষয় করতে আশেপাশে সাইকেল চালানো বা হাইকিংয়ে যাওয়া যেতে পারে৷
বালিয়াড়িতে কটেজ
জার্মানি, নেদারল্যান্ডস ও ডেনমার্কের উপকূলীয় এলাকার বালিয়াড়িতে ছোট কাঠের তৈরি বাড়ি দেখা যায়৷ ছবিতে জার্মানির ছোট দ্বীপ হেলগোলান্ড-ড্যুনেতে এমন বাড়ি দেখা যাচ্ছে৷
সাগরের একেবারে কাছে
ঘরে বসে সাগর দেখা যায় এমন জায়গায় থাকতে চান পর্যটকরা৷ সেই চাহিদা মেটাতে সাগর সৈকত ঘেঁষে বিচ হাউস নির্মাণের চল অনেকদিন শুরু হয়েছে৷ ছবিতে নেদারল্যান্ডসের ফ্লিসিঙ্গেনের সৈকতে থাকা বিচ হাউস দেখা যাচ্ছে৷ একটি হাউসে সর্বোচ্চ চারজন থাকতে পারেন৷
ট্রিহাউসে রাত কাটানো
জার্মানির লোয়ার সাক্সোনি রাজ্যের অ্যাডভেঞ্চার বনে এরলেবনিসভাল্ড জোলিংয়ের এই ট্রিহাউসে দুই থেকে ছয়জন থাকতে পারেন৷ প্রতিটি হাউসে আছে টয়লেট আর ব্যালকনি৷ গোসলের জন্য আছে শেয়ারড গোসলখানা৷ অবশ্য পাশেই আছে পুকুর৷
উইন্ডমিলে বসবাস
জার্মানির শ্লেসভিগ-হলস্টাইনের এই উইন্ডমিল এখন ছুটি কাটানোর জায়গা৷ উইন্ডমিলের তিন তলা জুড়ে ছয়জন থাকতে পারেন সেখানে৷
পুরো দ্বীপ আপনার
ক্রোয়েশিয়ার ছোট দ্বীপ প্রিসনিয়াকে অবস্থিত লাইটহাউসটি এখন হলিডে হোম৷ সেখানে তিনটি রুম ছাড়াও আছে রান্নাঘর আর বাথরুম৷ সেখানে যারা থাকবেন পুরো দ্বীপটি তাদেরই হবে৷ কারণ সেখানে আর কেউ থাকে না৷
মোবাইল হলিডে হোম
চাইলে এমন চলন্ত হলিডে হোমেও আপনি কিছুদিন কাটাতে পারে৷ জার্মানিতে এমন হাউসবোট পাওয়া যায় যাতে করে বিভিন্ন খাল ও নদীতে ঘুরে বেড়ানো যায়৷ তবে বেশিকিছু নিয়মকানুন মেনে চলতে হয়৷
মার্টিন কখ/জেডএইচ