হজ যাত্রায় ভবিষ্যতে আরও নিরাপত্তা
৩ ফেব্রুয়ারি ২০০৪বিজ্ঞাপন
গত রবিবার সৌদি আরবের মক্কায় হজ চলাকালীন দুর্ঘটনার জের ধরে সৌদি সরকার নতুন পদক্ষেপের কথা ঘোষনা করেছে৷ বাদশাহ ফাহদ এক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন, যার কাজ হবে মক্কা ও মদিনার তীর্থক্ষেত্রগুলির ব্যাপক সংস্কার ও আধুনীকিকরণের ব্যবস্থা করা৷ প্রায় ২০ বছরের জন্য সুদূরপ্রসারী এই প্রকল্পে বিদেশী সাহায্যও গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে৷ উল্লেখ্য, গত রবিবার ব্যাপক নিরপত্তা ব্যবস্থা সত্ত্বেও মিনা-য় পদপিষ্ট হয়ে প্রায় ২৫০ জন হজ যাত্রীর মৃত্যু হয়৷ তবে এই দুর্ঘটনা সত্ত্বেও হজ যাত্রা গতকালও নিয়ম অনুযায়ী অগ্রসর হয়েছে৷