সৌর প্যানেলের কারণে সমস্যায় ফিলিপাইন্সের গ্রামবাসী
১২ আগস্ট ২০২৫কিন্তু এটি করতে গিয়ে সৌর প্যানেল স্থাপনের জন্য গাছ কেটে ফেলায় বিপদে পড়েছেন দেশটির কুরিমাও পৌরসভার একটি গ্রামের বাসিন্দারা৷ কারণ সেখানে সৌর প্যানেল বসানোর জন্য হাজার হাজার গাছ কাটতে হয়েছে৷ তাই বন্যা ও তীব্র গরমের শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা৷
তাদের একজন নোরা গঞ্জালেস জানান, ‘‘আমরা আসলে আর বেশিক্ষণ মাঠে থাকতে পারি না৷ আগে ১০-১১টা পর্যন্ত কাজ করতাম, কিন্তু এখন সেটি সম্ভব হয় না৷ ৮টার মধ্যেই বাড়ি ফিরে আসতে হয় কারণ প্রচণ্ড গরম পড়ে৷ গরমের কারণে মাঠে কাজ করার জন্য লোক খুঁজে পাওয়া কঠিন৷ তারা এক দিনের মজুরির জন্য কাজ করতে চাইলেও আপনাকে নিজের কাজ নিজেই করার কথা ভাবতে হবে, কারণ, তাদের কাজ করা নিয়ে আপনাকে পুরোটা সময় চিন্তিত থাকতে হবে৷ কারণ, তারা কাজ করতে গিয়ে হয়ত মাঠেই অসুস্থ হয়ে পড়তে পারেন৷''
সৌর বিদ্যুৎকেন্দ্র তৈরির আগে গ্রামটি বন্যার পানিতে যতটুকু ডুবতো সেই তুলনায় পানির উচ্চতা এখন বেড়েছে৷ এখন প্রায় ঘাড় ছুঁয়ে যাচ্ছে৷
একই এলাকার প্রায় ৩০০ হেক্টর জমিতে আরও দুটি সৌর বিদ্যুৎকেন্দ্র তৈরির কথা আছে৷
শুধুমাত্র একটি প্রকল্পের জন্যই ৩০ হাজার গাছ কাটতে হতে পারে বলে মনে করছেন স্থানীয় পরিবেশ কর্মকর্তারা৷
বাসিন্দাদের আশঙ্কা, সৌর বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে গেলে তারা এরইমধ্যে যে সমস্যায় ভুগছেন তা আরো বাড়বে৷
স্থানীয় জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, সবুজ জ্বালানি প্রকল্প থেকে স্থানীদের লাভবান হওয়া উচিত... তাদের জলবায়ু প্রভাবের শিকার হওয়া উচিত নয়৷
ইনস্টিটিউট ফর ক্লাইমেট অ্যান্ড সাসটেইনেবল সিটিজ-এর আর্তুরো তাহুপ বলেন, ‘‘যখন আপনি গাছ কাটেন, প্রায় ৩০ হাজারের মতন, তখন আসলে আপনি বন ধ্বংস করেন৷ এছাড়া মানুষ এবং একটি সম্প্রদায়ের জীবিকা ও অন্যান্য পরিবেশগত পরিষেবার উৎস যে জলাশয়, সেটিও ধ্বংস হয়৷ এসবের প্রভাব নিশ্চিতভাবেই একটি সম্প্রদায়ের উপর গিয়ে পড়ে৷''
তিনি বলেন, ‘‘নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বিশেষ করে বড় সোলার ফার্ম, বায়ুশক্তির মতো প্রকল্পগুলি ভালো, কারণ, এর ফলে মানুষ এখন সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পাচ্ছেন৷ এছাড়া এটি একইসঙ্গে জলবায়ু সংকটকে আরো বাড়িয়ে তোলা গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর বিশ্বব্যাপী প্রচেষ্টায়ও অবদান রাখে৷''
২০২৫ সালের মার্চ পর্যন্ত ম্যানিলার জ্বালানি বিভাগ ৫০০টিরও বেশি সৌর বিদ্যুৎপ্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে৷ এগুলো থেকে ৩৬ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যেতে পারে৷
শানতাল একো/জেডএইচ