সেকেন্দ্রাবাদে হোটেলে আগুন, মৃত আট
১৩ সেপ্টেম্বর ২০২২সোমবার গভীর রাতে বহুতলের একতলায় ই-স্কুটার শোরুমে প্রথমে আগুন লাগে। তারপর দোতলা ও তিনতলায় রুবি হোটেলে সেই আগুন ছড়িয়ে পড়ে। হোটেলে তখন অন্ততপক্ষে ২৫ জন ছিলেন।
আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়া হয়। হোটেলের আটজন মূলত দমবন্ধ হয়ে মারা যান। দমকল কর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক মানুষ হোটেলের জানালা থেকে লাফ দিচ্ছেন।
হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ডেপুটি কমিশনার চন্দনা দীপ্তি জানিয়েছেন, বাইরে পার্ক করে রাখা স্কুটার থেকে প্রথমে আগুন লাগে। ওভারচার্জ হওয়ার জন্য এই আগুন লেগেছে কি না, তা বলা যাচ্ছে না। সেই আগুনই দ্রুত ছড়ায়।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানোর ব্যবস্থা হোটেল ও শো রুমে ছিল। কিন্তু তা কাজ করেনি। তেলেঙ্গানার স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ মেহমুদ জানিয়েছেন, আগুন লাগার কারণ জানার জন্য তদন্ত চলছে।
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)