সীতার 'নাগরিকত্ব' নিয়ে নেপালে আদিপুরুষ বিতর্ক
২৫ জুন ২০২৩প্রভাস অভিনীত আদিপুরুষ ছবিটি চুটিয়ে ব্যবসা করছে। কিন্তু একইসঙ্গে বিতর্ক পিছু ছাড়ছে না। সম্প্রতি নেপালেও সেই বিতর্ক পৌঁছেছে। হস্তক্ষেপ করতে হয়েছে নেপালের আদালতকে।
ঘটনার সূত্রপাত একটি সংলাপকে ঘিরে। সেখানে বলা হচ্ছে সীতা ভারতীয়। জনককন্যা সীতার জন্ম নেপালে বলে মনে করেন নেপালের একাংশের মানুষ। বস্তুত, সীতার জন্মস্থান বলে যে জায়গাটির উল্লেখ আছে রামায়ণে, তা নিয়ে ভারত এবং নেপালের মধ্যে বিতর্ক আছে। ভারত ওই জায়গা তাদের বলে দাবি করে। নেপাল তাদের মানচিত্রে জায়গাটি দেখায়। ফলে আদিপুরুষের ওই সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন নেপালের জনগণ। কাঠমাণ্ডুর মেয়র স্পষ্ট জানিয়ে দেন, ওই সংলাপ নেপালের সার্বভৌমত্বের বিরোধী। তাই তিনি ওই ছবি দেখাতে দেবেন না।
বিষয়টি আদালত পর্যন্ত যায়। স্থানীয় আদালত জানিয়েছে, সেন্সরবোর্ড যে ছবিকে ছাড়পত্র দিয়েছে, সে ছবির প্রদর্শন বন্ধ করা যায় না। কিন্তু কাঠমাণ্ডুর মেয়র জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই তিনি ওই ছবির প্রদর্শন করতে দেবেন না।
আদিপুরুষ নিয়ে আরো অভিযোগ আছে। ভারতেও তা নিয়ে বিতর্ক হচ্ছে। অভিযোগ, ছবির বেশ কিছু সিন বিদেশি ছবি থেকে হুবুহু চুরি করা হয়েছে। ছবির নির্মাতার অবশ্য এই অভিযোগ স্বীকার করেননি।
এত বিতর্কের মধ্যেই প্রথম সপ্তাহে ১০০ কোটির উপর ব্যবসা করেছে আদিপুরুষ। তবে গুরুত্বপূর্ণ সমালোচকেরা ছবিটিকে খুব বেশি নম্বর দেননি।
এসজি/জিএইচ (পিটিআই)